ভালো নয় তোর দূরে থাকা, মন্দ বলে অভাগারে
আমার ইচ্ছায় বাস করিনা, এমন একটা ভাঙা ঘরে ।।
ভাল মন্দ তোমার গড়া, মন্দ নহে তোমায় ছাড়া
সকল ভালো নিজে নিয়ে মন্দের ভাগ দেও কোন বিচারে ?
তুমি জ্ঞান তুমি বিদ্যা, তুমি সত্য তুমি মিথ্যা
তুমিই মোহ মায়া সত্তা, ভবের ঐ না রং বাজারে ।।
সুবুদ্ধি কুবুদ্ধি তুমি, তোমার কর্ম করছি আমি
মন তোমারই প্রাণ তোমারই, নরকের ভয় দেখাও কারে ?
গড়িয়া তোর আপন মনে, পাঠাইয়াছো এই ভুবনে
জানি না তাই কীসের জন্যে কতদিন বা থাকিবারে ।।
তোমার কর্ম সারা হলে, কোলেতে নিওগো তুলে
জালাল উদ্দীন কেঁদে বলে, দেখা দিও আমারে ।।