কমলিওয়ালা হাবিবুল্লা, আশেকেরই প্রাণ
শাহ রাতে উদয় হইলে, কোন গগনের চাঁন ।।
তুমি গুলে সাহারা, আশেক তোমার যাহারা
জজবা হালে তাল বেতালে, গায় যে গুণের গান
দিবানিশি প্রেম পিয়াসী, সদায় পেরেশান ।।
তোমার পয়রবি নিলে, দরজায়ে শহীদি মিলে
বেহিসাবে যাবে চলে, হাসরের ময়দান
না বুঝিলো, দুঃখ দিলো, কাফের বেঈমান ।।
দোস্ত বলে তাই তোমারে, ডাকছে আল্লা পরোয়ারে
জুদা নয় যে তুমি আর সে, দুইয়ের একটি প্রাণ
তোমায় পেলে তারে মিলে, বলতেছে কোরাণ ।।
কিবা হাদীস, কি দলিল, তুমিই তো দরজার খিল
তোমার হাতে আখেরাতে, ইসলামেরই দান
কয় জালালে পরকালে, চরণে চাই স্থান ।।