তুমি নিরাকার, বানাইয়া এ সংসার
আলো করছো প্রেমের ভাণ্ডার, হইয়া প্রকাশ ।।
জ্যোতির্ময় রবি শশী, তাহাদের সঙ্গে মিশি
ঘুরে বেড়াও দিবানিশি বরষ মাস
ধরেছো অসংখ্য আকার, তাইতে বলি নিরাকার
অখণ্ড মণ্ডল পৃথিবী আকাশ ।।
কত সৃষ্ট স্থিতি লয়, হয়ে গেছে, হবে হয়
ঘটে কত বিপর্যয়, বৃদ্ধি কিংবা হ্রাস
জন্মে জন্মে ঘুরে, আসা যাওয়া করে
তোমায় যদি চিনতে পারে, হয়ে যায় নিকাশ ।।
ব্রহ্মা বিষ্ণু দেব যত, ঈসা মুসা আরো কত
ক্ষুদ্র কণিকার মত হয়ে গেলো বিকাশ
জালালের মন করতে অন্বেষণ
কাটাইলো এ জীবন, রেখে অভিলাষ ।।