জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৩৯

মাতৃজাতির পানে চাহিলে নয়নে
ভক্তি রেখো মনে, যদি ভালোবাসা চাও ।।
যার গর্ভে জন্ম নিলে, বুক চুষিয়া খাইলে
এখন কেন পাগলা ছেলে অন্যভাবে চাও ?
সৃষ্টি আর পতন, তাহাদেরই কারণ
আগুনের কাছে এমন সাধ করে কেন যাও ।।
কুচিন্তা কুব্যাবহার করিয়ে কেবল সার
হৃদি রাজ্য অন্ধকার, কত কষ্ট পাও ।।
অমায়িক ভাবে মহা পুণ্য লাভে
পরম আনন্দে সবে মিশিয়ে বেড়াও ।।
পরের মেয়ে সুন্দরী, কাম আশা পরিহরি
মাতৃত্ব মনন করি, ভকতি জানাও ।
চরণতলে কাশী, প্রেমে ভালবাসি
পবিত্র প্রণয় হাসি, প্রাণেতে ফোটাও ।।