খোদা তুমি স্বরুপ ধরে, সামনে পড়ে
দু চার কথা কও আমারে ।।
কইতা যদি একটা দিন, খুব শুভদিন
হইতো আমার আপন ঘরে
মিটে যেতো সব বাসনা, আর চাইতাম না
ভবজ্বালা সব যাইতো দূরে ।।
জালাল তোরে দেখবার আশায় দিন যে কাটায়
পাবো কি আর মরলে পরে
জীবন থাকতে সামনে আসো, চক্ষে ভাসো
তোমায় দেখে যাইগে মরে ।।