জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫১

ভাবলে না মন কর্মফলে, জন্ম নিতে হয় কতবার
আসা যাওয়া নিরন্তরে, অবসর নাহি আছে কাহার ।।
পৃথিবীতে কর্মফল ভোগ করতে হয় কার
অনুভূতি জীবাত্মা মন, এই তিন জনার
তিন শক্তি একত্র হয়ে নাম ধরেছে নিজেরে সাকার ।।
দশ ইন্দ্রিয়ে পঞ্চকর্তা, শত শক্তি ধরে
আকার লইয়া সেই নিরাকার, তেজে বিরাজ করে
শক্তি হরে মরা মরে, যমের ঘাড়ে দোষ ফেলিবার ।।
ব্রহ্মরন্ধ্র পথে যেই দিন শূণ্যে উড়া করে
তিন মিলিয়া একজন হইয়া বায়ূতে বিহারে
জীবেই তো শিব তোমার ঘরে, কপাট খুলে দেখো এইবার ।।
গুণ নিয়া হয় দেহ সৃষ্টি, নির্গুণে পায় জীবন
লীলার ছলে জালালী রুপ সাজলো নিরঞ্জন
করলে সাধন হবে দর্শন, পূণর্জন্ম হবেনা আর ।।