আচানক এক পাখি এসে বসে গাছে
ডিম পাড়িয়ে উড়ে গেলো ।।
দেখিতে মোহন কায়া, মধুর মায়া
অন্ধকার করেছে আলো
জানিনা কি শক্তি ধরে, এই ব্রহ্ম অণ্ডে ঘুরে
কেউ না তারে চিনতে পারলো ।।
বেধে বাসা মধ্যস্থলে, কি কৌশলে
হাওয়াতে মিশিয়ে গেলো
কেউ বলে সে উজ্জল, সাদা লাল জরদা
কেউ বলে সে নিরেট কালো ।।
ডিম্বেতে পাখির ছায়, ঐ শোনা যায়
মধুর শব্দ করছে ভালো
ব্রহ্ম অণ্ড ফুটবে যেদিন, উড়বে সে দিন
কেমনে তারে দেখবে বলো ।।
যে জন গিয়ে গাছের তলে, খুব নীরলে
এক ধ্যানেতে চেয়ে রইলো
যাবার কালে দেখছে তারে, এ সংসারে
জালাল উদ্দিন কানেই শুনলো ।।