আমি ভুলে যাবো তোরে
জন্ম দিয়াই লুকাইয়াছো, আর তো দেখা দেওনা মোরে ।।
খেলতে আছো ভোজের বাজি, নিজেই রাজা, নিজেই কাজি
আপনি তরী আপনি মাঝি, বেয়ে চল ধীরে
হাসায়ে নেও, কাঁদায়ে দেও, ভাসায়ে যাও কারে
সাধ্য নাই কার এ জগতে, তোমার খেলা বুঝতে পারে ।।
তুমি ঔষধ তুমি রোগী, দুঃখ কষ্টে ভোগাও ভোগী
যাগযজ্ঞেতে ঋষি যোগী, চণ্ডালীরুপ ধরে
পরম গুরু কল্পতরু, আছো জগত জুড়ে
জিন ফেরেশতা দানব দৈত্য, মানুষ বদ্ধ মায়া ডোরে ।।
ভূত পিশাচ যক্ষ রক্ষ, পশু পাখি লক্ষ লক্ষ
রুপ সাজিয়া রও প্রত্যক্ষ, সকলের আকারে
ক্ষুদ্র বালু মস্ত পাহাড়, সাগর হইয়া পড়ে
আছো তুমি বিশ্বমাঝে, বহির্বিশ্বেও তেমনি করে ।।
নিজে তোমার নাম কইলেনা, মানুষে করছে কল্পনা
কোনটা সত্য কোনটা মিথ্যা, বুঝতে না কেউ পারে
মোহের ধাধা জন্ম গাধা, ঘুরছি বাড়ি ছেড়ে
জালালের সব ভক্তি বিশ্বাস, লোপ করলে কেন চিরতরে ?