জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৩৫

জাগ্রত নয় জীবন আমার, আছি একটা স্বপ্ন নিয়া
জগৎ মিথ্যা, জ্ঞানীগুণী সব মানুষেই গেছে কইয়া ।।
কোথা হতে কেমনে চলে এলেম আমি ভূমণ্ডলে
শমন এসে বাধবে গলে, যাইবো মাটিত মিশিয়া
দুদিনের এই ভালোবাসা, নারীর সঙ্গে মিলামিশা
হয়ে শেষে হারা দিশা, যেতে হবে সকল থুইয়া ।।
বনের ঐ বিহঙ্গ যেমন, গাছে গাছে করছে ভ্রমণ
আমিও যে ভবে তেমন, কয়েকটা দিন যাই ঘুরিয়া
অন্ধকার এই জীবন পথে, রুপসীনির সামনা হতে
পলাইতে কোনোমতে, আস্তে আস্তে যাই সরিয়া ।।
যেদিন আমার পড়লো পাছে, আর যাহা মোর সামনে আছে
সুখে যদি শরীর বাঁচে, তবেই যাবো শান্তি লইয়া
জালাল উদ্দীন ভাবনা শূণ্য, দুঃখ নিবেনা কাহার জন্য
নিজে হয়ে গেলাম ধন্য নিগূঢ়তত্বে সার খুজিয়া ।।