মরলে পরে মানুষ হবে, আর কি ভবে
নিজ ছুরতে দিবে ধরা ।।
নিজ ছুরত দেখিবার তরে, ঘরে ঘরে
কতই ছবি বাক্সে ভরা
মরিতে কেহই চায়না, পথে যায়না
যে পথে তার তালাশ করা ।।
প্রেমের আগুন যাহার বুকে, ইহলোকে
তার কি কখন যায় পাশুরা
মরা মানুষ টেনে আনতে, কানতে কানতে
ধনে প্রাণে হইলো সারা ।।
যত সব জেতায় ঘুরে, ভবপুরে
মরার হাতে সবাই গড়া
দুনিয়া স্বপনের ঘর, কে নেয় খবর
কার কতদিন বসত করা ।।
মরার সনে মরার বিয়ে, দেখনা গিয়ে
জালালে কয় ভাইরে তোরা
শুনলে সেই বিয়ের বাদ্য, আর কি সাধ্য
ঘর বাড়িতে বসত করা ?