বিচারিলে পাওয়া যায়, কি একটা যেন প্রতি ঘটে
নাই বলে আর লাভ কি আছে, তাই তুমি সাঁই আছো বটে ।।
কতজনে কতই কয়, যাহার যেমন মনে লয়
কল্পনাতে ভাব বিপর্যয়, ঘুরে মরছি ভবের হাটে ।।
আপন ঘরে আপন সাঁই, তাহা ছাড়া আর কিছু নাই
বাজে কত শঙ্খ সানাই, এরই লাগি মন্দির মাঠে ।।
মক্কা কিংবা যাও মদীনা, যতই করো দান দক্ষিণা
সেই যে শুধু পায় সান্তনা, সব হতে যে রয় নিকটে ।।
আমি আছি বলেই তুমি, থাকতে আছো অন্তর্যামী
যেই তুমি, সেই যে আমি, জালালে কয় চিত্ত পটে ।।