জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৬১

আমি কেন আইলাম, কোথায় ছিলাম, কই যাবো দুদিনের পরে
কী কারণে জন্ম নিয়া আবার যেতে হবে গো মরে ।।
অখণ্ড ব্রহ্মাণ্ড আছে সব মানুষের গায়
মহাকাশে ক্ষুদ্র আকাশ ঘুরিয়া বেড়ায়
মরলে পরে কই চলে যায়, কোন আকাশের কোন সুদূরে ।।
স্থূল দেহটি ত্যাজ্য করে, সুক্ষ্ম দেহ নিলে
মিশিয়া যাইবে আত্মা, অনল অনিলে
কেউ পাবেনা বিচারিলে, মহাকাশে মিশিলে পরে ।।
মুক্ত হয়ে গেলো যারা, আসবেনা এ ধরায়
এইখানে কাঁদিছে মানুষ, স্নেহ মমতায়
যার পিয়াসী, তারেই সে পায়, দিন কাটায় আনন্দে ভরে ।।
শ্মশান কব্বর কি ভয়ংকর, ভয় লাগে আজ মনে
এইখানেতে আশ্রয় নিয়া যাবেরে সেই খানে
নিশ্চিহ্নে মিশিবে জালাল, কাল বারিধির সেই লহরে ।।