জমিদারী ছিলই বটে, পাই না যে তার ঠিক সীমানা
মাঝখানে এক খুটা মেরে, গোলমালে দিন রাত পোহায় না ।।
কেউ বলে ঐ সোজাসুজি চূড়া হিমালয়
সাগর দেখায় কতক জনে, মধ্যে যত রয়
নকশায় দেখি নিজের সমান, এর বেশী আর ধরে না ।।
বাহুবলে সেকান্দর শাহ জগত করলো জয়
মরলে পরে চৌদ্দ পোয়া, এর বেশী আর নয়
বাড়তে বাড়তে হয়ে গেলো ক্ষয়, তবু গেলোনা বাসনা ।।
অসীম আমি বিরাট আমি, বিশ্বজুড়ে বাস
নিজেরে আজ ক্ষুদ্র জেনে করছি সর্বনাশ
আসা যাওয়ার রহিলো আশ, অবসর কিছুই ঘটলো না ।।
পরকে আপন করতাম যদি, নিজেরে মোর বিলায়ে
নদীনালা জঙ্গল পাহাড়, যাইতাম পার হয়ে
সর্বস্ব ধন তারে দিয়ে, নিজের কিছু রইতো না ।।
লইয়া একটু বসত বাটি, ঝগড়া ঝাটি দুজনায়
লাঠালাঠি কাটাকাটি খুন ফাসাদি বোঝা যায়
জালাল উদ্দীন ভাবিছে হায়, এমন রাজ্য আরা চাহিনা ।।