জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪০৬

অনেকদিন হয় বন্ধু আমার কই গেলো ছেড়ে
আজও খবর যায়নি জানা, আছে কোন শহরে ।।
কানপুর থাইক্যা লক্ষ্ণৌ হইয়া, দিল্লিওয়ালার বাড়িতে
সোনার তখতো দেখলাম খালি, বন্ধু কোথায় গেলো রে ।।
জামে মসজিদ তালাশিয়া, মিনারার উপরে গিয়া রে
নাম ধরিয়া ডাকলাম কত, উত্তর নাহি পাইলাম রে ।।
না পেয়ে তার কোনো সন্ধান, শেষে যাই শহীদি ময়দান রে
লহু নদীর চলতি উজান, দেখিলাম নয়ন ভরে ।।
তপোবনে তালাশিয়া, কোহেতুরে দেখলাম গিয়া রে
পাথর জ্বইল্যা হইলো ছালি, নূর জালালি তেজে রে ।।