জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৭১

প্রাণে আমার চায়রে যারে, মনে যারে চায়
কেন না বাসিবো ভালো, পরেরই কথায় রে
প্রাণে আমার চায় যারে রে ।।
সখিরে, পুরী ছাড়লাম ডুরি ছাড়লাম, ছাড়লাম সুখের ভাতা
বিরহ বেদনার শেল কলিজাতে গাঁথা রে
প্রাণে আমার চায় যারে রে ।।
সখিরে তালগাছেরই আগায় বাবুই, বানায় চিক্কন বাসা
বাতাস আইলে রঙ্গে দোলে, আমার নাই সেই আশা রে
প্রাণে আমার চায় যারে রে ।।
সখিরে, ঝিঙ্গা ফুলের রুপ দেখিয়া বসে প্রজাপতি
রুপের জোয়ানি নাই, পাইনা প্রাণপতি রে
প্রাণে আমার চায় যারে রে ।।
সখিরে, সে যদি হয় চন্দন বৃক্ষ, আমি হইবো লতা
বুকে মিশে গন্ধ লইবো, কইবো মনের কথা রে
প্রাণে আমার চায় যারে রে ।।