প্রাণ গেলোরে আমার কূল হারাইয়া
কালার প্রেমে মজে আমার সব গেলোরে ।।
না শুনিয়া কারো কথা, যাচিলাম যৌবন
না জানিয়া হইলো আমার এই জ্বালাতন
আপন মনে সাধ করিয়া ফাঁসি লইলাম রে ।।
শ্যাম চান্দেরে ভালবেসে ঠেইক্যাছি এখন
প্রেমের ফাঁসি ঝুলছে গলে, ঘটিবে মরণ
অবলা নারীর পানে না চাহে ফিরিয়া রে ।।
মনোসাধে যৌবন দিয়া মন পাইলামনা তার
একেলা কান্দিয়া মরি, কলঙ্ক হইলো সার
ভাঙছে কপাল ভালবেসে, কলিজা অঙ্গার রে ।।