জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৪১

গুরু কও সত্য বাণী
সমুদ্দুরের তলায় আগুন, পাহাড়েতে পানি গুরু
গুরুগো, ইন্দুরে বিড়াল খাইয়াছে, গাইয়ে মারছে বাঘা
তিনদিন পরে শিয়ালের ভয়ে হাতির ছোটে হাগা গুরু
গুরুগো আলমেরই সাথে হইলো একটা বেটীর বিয়া
মুরগীতে মেহমান খাইয়াছে চিথো পিঠা দিয়া গুরু
গুরুগো শিকড় গেলো আকাশেতে, জমিনে নামছে পাতা
ফল ধরে তার পলকেতে, মধ্যস্থলে মাথা গুরু
গুরুগো হাতির বিচা মাথায় গেলো, ইচার লাথি খাইয়া
ঘোড়ার ডিমে বাচ্চা ফোটে, কোনবা দেশে গিয়া গুরু ।।