পাপ পুণ্যের বিচারে এ ভব সংসারে
আসা যাওয়া করে যত জীবগণ ।।
কেহ উর্দ্ধে চলে, কেহ পড়ে তলে
নিজ নিজ কর্মফলে, করিছে ভ্রমণ
কেউ সিংহাসনে, কেহ বা কাননে
কত রোগী কত সুখি, নাহি নিরুপণ ।।
সকলে মিলাইয়া একত্র করিয়া
একদিনে বিচার করিবে একজন
সে কি হতে পারে ভবেরই বাজারে ?
বিভিন্ন আকার করে সৃষ্টি যখন ।।
বেদ বাইবেল কোরানে বিভিন্ন জ্ঞানে
করিতেছে একে অন্যে, হিংসা প্রদর্শন
কিয়ামত যার তার মৃত্যু অনিবার
হাশরের বিচার জালালের এখন ।।