পাপের ভিটায় ঘর তোলা হয়, দোষ একটি রয় তিন কোনা
এই নিয়া হয় মারামারি, ভবে কতই গেলো শোনা ।।
যোগী ঋষি পয়গম্বর, সবেই ভালবাসলো এই ঘর
আজ হয়তো নাই কারো খবর, কোনোকিছুর নিশানা
এই ঘরের দরজা দিয়া পৃথিবীতে আসিয়া
কামের মালা গলায় নিয়া, সইতে হয় সব যন্ত্রণা ।।
গ্রহরাজ দেবতা মণি, সুন্দর সে পাপ কাহিনী
রতি মাগে এক রমণী, দৃষ্টিতে হয় চোখ কানা
শক্তি হতে পাপ আসিলো, দৃষ্টি তখন লোপ পাইলো
ক্রুর মুণির আদেশ হইলো, সংসারে আর চোখ ফেইলো না ।।
তবু করে পাপের কাণ্ড, ফেলে দেয় গণেশের মুণ্ড
এনে হস্তীর মাথা মুণ্ড, ঘাড়ে করলো বন্দনা
যার যত দুনিয়াদারী, মালমাত্তা আর ঘরবাড়ি
এরে নিয়াই পাড়াপাড়ি, দিবারাত্র যায় শোনা ।।