জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫

ঠিকই যেন মনটা একটা পাতলা টিন
ত্রি তাপের তেজে তপ্ত, হয় যে কত নিশিদিন ।।
ছাচের ভিতর ঢেলে গড়া, ত্রিকোণ আকৃতি করা
উপরে তার গিল্টি ধরা, অনেক দিনের হয় প্রাচীন
দেখতে সত্যই দেখায় ভালো, এদিক সাদা সেদিক কালো
বের হয়ে না আসে আলো, ভেদ করিয়ে এমনি কঠিন ।।
বিশ্বনাথের স্মরণ হলে, ননী সম সহজেই গলে
যেমনি গলে তেমনি চলে, থেকে মাত্র পলক দু তিন
যখন থাকি নিদ্রার কোলে, তাপানুতাপ সবই ভুলে
কে না জানি কপাট খোলে, রং মেখে যায় স্থিতিবিহীন ।।
লক্ষ্যশূণ্য লক্ষ আশা, হৃদয় টিনে দিয়ে বাসা
কাজের কিছুই নাই খোলাসা, ময়লাতে হতেছে মলিন
হাসিটি ফুরাইবার আগে, অমনি আবার কাঁদতে লাগে
স্থির ভাবে না কভু জাগে, দ্বীন দুনিয়া যার অধীন ।।
তুমি আমি যত হই, এ ভাব ছাড়া আর কেহ নই
কেন এলেম, ছিলেম বা কই, বুঝতে বুঝতেই গেলো দিন
নীরস ধাতুর প্রাণটি গড়া, আরো কত মরচে ধরা
তাইতো হয়না সাধন করা, ভাব বুঝে কয় জালাল উদ্দিন ।।