জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৪৪

মানুষেরই মৃত্যু আর ললাটেরই ভাগ্য লেখা
আছে দৃষ্টির অন্তরালে, এ বিশ্ব ব্রহ্মাণ্ডময় ।।
দূর গগনে সপ্তর্ষির সিংহদ্বারে উঠিয়া
জ্যোতিষ্কেরই সমুজ্জ্বল সিংহাসনে রই বসিয়া
দেখি সকল গ্রহ তারা, সবেই শূণ্য, দেয় পাহারা
হয়ে গেলাম বুদ্ধিহারা, ভাবতে গেলে আসে ভয় ।।
সহস্র সন্ধানে যাহার খবর কিছুই মিলেনা
চক্ষের অগোচরে থাকে, অবগুণ্ঠন মুখখানা
এই ছবি যে দেখছে ভবে, থাকতে চায় সে খুব নীরবে
দিন গোনতেছি মরবো কবে, সামনে রেখে মহাপ্রলয় ।।
নিশিদিনে ভীতমনে, প্রতিক্ষণে শুনতে পাই
বিশ্বপিতার নাম অনন্ত, কোথায় নাহি থাকবার ঠাই
সত্য ভাবে তার ঠিকানা, অন্তর ছাড়া আর হলোনা
জালাল করছে তাই ধারণা, আমি আর সে প্রভেদ নয় ।।