ও মন চেতন থাকতে গুরু ভজ, নিকটে নিদান রে ।।
উপরে আসমান, নীচে শ্রীকলার বাজার
আসা যাওয়া করে জীব, একুশ হাজার ছয়শো বার
বিরাজ করে হংস হংসী, নিত্যই গুপ্ত বৃন্দাবনে রে ।।
কু কথায় পঞ্চমুখ, ত্রিশূল লয়ে করে
কণ্ঠমূলে দাড়াইলে, তবে সে জীব মরে
চিনে যারা সাধু তারা, জ্বরা ব্যাধি গেছে দূরে রে ।।
দেহেতে উদয় চন্দ্র, চন্দ্রের সুধা ক্ষীর
চার চন্দ্র সাধনা করলে সোনা হয় শরীর
ভাবছে বসে দিবানিশি, যোগী ঋষি যোগ ধ্যানে রে ।।