গাছ রুইয়াছে উল্টো কলে, মাঝখানে ফল ধরে
ডালে ডালেই ঘুরছে মানুষ, সারা জীবন ভরে ।।
যে গিয়াছে সেই পথে, সে বলতেছে তাহার মতে
শত ঘাটে পার হয়ে যায়, জীবন নদের চরে
শেষকালে যায় মাটির তলায়, কেউ না থাকতে পারে ।।
গড ফায়া হয় রহিম রাম, সবেই আল্লা খোদার নাম
তন্ত্র মন্ত্র যত কালাম, জপছে ঘরে ঘরে
না বুঝিয়া দেশ জুড়িয়া, মানুষ পড়ছে ফেরে ।।
কেউ বলতেছে মহেশ কালী, কেউ বলে ফাতেমা আলী
শব্দভেদে ঠেলাঠেলি হইতেছে সংসারে
ভিন্ন দেশের ভিন্ন জাতি, ভিন্ন ভাষায় পড়ে ।।
জালালে কয় মনরে কানা, কণা মাত্র নাই তোর জানা
মিছামিছি টালবাহানা, ডাকছো উচ্চস্বরে
লোক দেখানো মালা টানা, সকলের মন হরে ।।