বন্ধু, সয়নারে এত দুঃখ আর
পীরিতের আগুনে তনু পুড়ে হইলো আঙ্গার, বন্ধু সয়না রে ।।
বন্ধুরে, ফুল যদি হইয়া রইতাম, বাগানে ফুটিয়া
ভোমরায় খাইতো মধু সকালে আসিয়া
যতনে তুলিয়া নিত পূজারি কারণ
দেবতার গলে দিত মাল্য উপহার, বন্ধু সয় নারে ।।
বন্ধুরে, পাখি যদি হইয়া আমি ঘুরতাম নানা দেশ
এতদিনে দেখাদেখি হইতো আমার শেষ
কহিতাম তোমার ভালবাসা, ঘুচিত আঁধার, বন্ধু সয়না রে ।।
বন্ধুরে, নারী যদি না হইতাম, সইতামনা আর জ্বালা
কান্দিয়া সোনার তনু, হইতোনা আর কালা
বিফলেতে গেলো আমার দুনিয়ারই পরবাস
জালাল বলে কর্মফলে, যেমন আছে ঘরে, বন্ধু সয়না রে ।।