এই দুনিয়ার মালিক আল্লা, শক্তিরুপের অন্ত নাই
দেখতে ধরতে পাওয়া যায়না, খুজে ফিরি সর্বদাই ।।
পৃথিবী তার উত্তর দিতে, নাহি যে আর পারে রে
এমন অনেক বস্তু আছে, তোমার আমার ধারে রে
গোপন হয়ে আছে পড়ে, তার কাছে না কেহ যাই ।।
চিনি কেন মিষ্টি লাগে, মরিচ কেন লাগে ঝাল
নিম চিরতা কেন তিতা, কে মিটাবে এই গোলমাল
সেদিকে মোর নাইরে খেয়াল, ধুলাখেলায় দিন কাটাই ।।
ফুল ফুটিয়া ফল ধরিয়া, শোভা পায় যে সব গাছে
নিবিড় বনে সঙ্গোপনে, দেখবার বাকী বহু আছে
চিরদিন কেউ রয়না বেঁচে, প্রেমতরঙ্গে খেলছে লাই ।।
হাজার কোটি রুপ সাজিলো, প্রকৃতি এই পৃথিবীর
আর বা কত আছে জানি, রং সাজিয়া এর বাহির
জালাল বলে সেই এলাহীর ছবি, এ সব দেখতে পাই ।।