জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪২৩

তোর লাগিয়া নয়ন আমার ঝুরে রে, পরাণ আমার পোড়ে রে
দুঃখিনীর দরদের ধন রে ।।
বন্ধু ও, চারা গাছে দল দেখিয়া, আনন্দ হয় মনে রে
বন্ধু, আনন্দ হয় মনে
তোমায় দেইখ্যা প্রাণী জুড়ায়, থাইক্যা মোর সামনে রে ।।
বন্ধু ও, রাস্তায় শোভে গাছগাছালি, পুকুর শোভে বাড়ি রে
বন্ধু পুকুর শোভে বাড়ি
শাড়ীতে আঞ্চল শোভে, গৃহে শোভে নারী রে ।।
বন্ধু ও, পুইনের তাপে হাড়ি পাতিল, চিরকালের মরা রে
বন্ধু চিরকালের মরা
আমি অনুরাগের চিতো পিঠা, ছেদাতে বুক ভরা রে ।।
বন্ধু ও, ফাগুন ছড়ায় ফুলের গন্ধ, আষাঢ় ভাসায় পানি রে
বন্ধু আষাঢ় ভাসায় পানি
জালালকে আর ভাসাইওনা কইরা অনাথিনী রে ।।