জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৫০

পীরিত করতে প্রাণে মরতে ইচ্ছা যদি থাকে কার
আমায় একবার দেখে যাওহে, পায় ধরে কই একটি বার ।।
চেয়ে রইতাম আকাশপানে, সূর্যাস্ত হয় কতক্ষণে
মনের কথা আছে মনে, হউকনা একটু অন্ধকার
চোরের মতো ঘরের পাছে, কোনোদিন উঠেছি গাছে
লাঠি যখন হাতে আছে, দেও দানবের ভয় কি আর ।।
ঘরে ছিলো দুই শ্রীমতি, পরী হইতে সুন্দরী অতি
তবু আমার পাগলা মতি, বেশ্যাবাড়ি জানতো সার
মুষ্টিভরা পয়সা দিয়ে, ঝাটার বাড়ি কত খেয়ে
মুখের পানে থাকতাম চেয়ে, একটু যদি হাসে একবার ।।
মিঠার লোভে খেয়ে তিতা, বুকের উপর জ্বলছে চিতা
কেবা পুত্র কেবা পিতা, সেই মায়া কি আছে আর ?
হাপানি আর যক্ষা রোগে, রাত্রদিন যায় কষ্টভোগে
রক্ষা হইতো প্রাণ বিয়োগে, হয়না যে আর দম শুমার ।।
খাট পালঙ্কে শুইয়া থাকি, কেউরে না নিকটে রাখি
নানান ছলে দেই যে ফাঁকি, তবু সহি অত্যাচার ।।
নিজের যন্ত্রণায় মরি, মনরক্ষা ওর কীসে করি
জালালে কয় বলিহারি, উচিত শাস্তি এই তোমার ।।