জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৯৯

এই দুনিয়া ধান্দাবাজি, যার তার মতে কথা কয়
তোমায় দিয়া কর নিয়া সংসারে তার পরিচয় ।।
আদম ঈসা দাউদ মুসা, মাহামুদ ইব্রাহিম
জৈন বুদ্ধ কৃষ্ণ কবির, নানক রাম রহিম
দেখাইয়া গেলো শক্তি অসীম, গর্ব করে অতিশয় ।।
টুপি টিকি মাথে নিয়া, কাষ্ঠমালা গলেতে
পূণ্যের যত শূণ্য থালা, ধর্ম গাধার পিঠেতে
তুলে সবাই চলছে পথে, হামবড়া কয় সব সময় ।।
পাপী যারা মুখোশ পড়া, দেখতে দেয়না তার আসল
উচিত কথা বলতে গেলে, মানুষে কয় ঘোর পাগল
তাজ্জব এই দুনিয়া নকল, চোরের হাটে লাগছে ভয় ।।
চুল দাড়ি সব লম্বা করে হুড়াহুড়ি সুন্নতের
হিসাব একটু নাহি রাখে, হরদম কায়জা ফরজের
জালালে কয় বাস্তু নিজের, কোনোমতে হইলোনা জয় ।।