নিরলে বসিয়া থাকি, সদায় হৃদয়ে রাখি
চেয়ে চেয়ে পাগল আঁখি, পাইনা বন্ধুরে ।।
ভালবাসি বলিয়া, এত দুঃখ দিয়া
তবু কি হলোনা তৃপ্তি এত কাঁদাইয়া
মনে লয় ডুবিয়া মরি, গলেতে লাগাইয়া দড়ি
না দেখাইয়া পোড়ামুখ জনমের তরে ।।
একটিমাত্র পলকে, তব রুপ দেখে
হৃদয়ে রেখেছি এঁকে, সেই দিন হতে
হয়েছি পাগল, ঝরে আঁখিজল
এই বুঝি প্রতিফল পীরিতি করে ।।
মুই অভাগী মরিলে প্রাণবন্ধু বলে
কে আর ডাকিবে তোরে এত আদরে
আদরেরই ধন, করো আলাপন
জীবনের জীবন তুমি ঘরে আয়রে ।।