জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬১৯

তুমি আমার ভাঙ্গা ঘরে জনম ভরে
রইয়া গেলা খুব অযতনে ।।
আমার মতো কু পদার্থ, ত্যাগী স্বার্থ
বেশী নাই আর ত্রিভুবনে
দিন কাটাইলাম তোর ভাবনায়, হায়রে হায়
রাখছি সদায় মনে মনে ।।
কেহ বলে অন্তঃপুরে, নাকের সুরে
শ্বাস টানতেছি রাত্রদিনে
করতে আছো আসা যাওয়া, ব্যাকুল হাওয়া
বদ্ধ নাই আর একটু ক্ষণে ।।
তোর নামের মাহাত্ম্য নিয়া, পীর আওলিয়া
গেলো কত লোক জঙ্গল বনে
আর যে আইলোনা ফিরে, নতশিরে
ভক্তি রাখি সেই সব চরণে ।।
বানাইলে তুই বাদশা হতাম, তখতে বইতাম
রাখতাম তোরে খুব যতনে
জালাল বলে আমার হাত নাই, করবো কি তাই
সুখ পাইলেনা এ জীবনে ।।