ধর্ম কি জাত বিচারে
যোগী ঋষি মহাজনে, সবাই দেখে সমান করে ।।
করিম রহিম রাধা কালী, এ বোল সে বোল যতই বলি
শব্দভেদে ঠেলাঠেলি হইতেছে সংসারে ।।
মানবদেহে থেকে স্বয়ং একই শক্তি ধরে
প্রেমের মূর্তি লয়ে একজন বিরাজ করে প্রতি ঘরে ।।
ক্ষিতি জল বায়ু বহ্নি, আগুন মাটি হাওয়া পানি
এক ভিন্ন আর নাহি জানি, যা আছে সংসারে ।।
করিম কিষণ হরি হযরত, লীলার ছলে ঘোরে
ভাবে ডুবে খুজে দেখ, ভেদাভেদ কিছু নাইরে ।।
হিন্দু কিবা মুসলমান, শাক্ত বৌদ্ধ খৃশ্চিয়ান
বিধির কাছে সবাই সমান, পাপ পূণ্যের বিচারে
খণ্ডে খণ্ডে অখণ্ড সাঁই, লক্ষ আকার ধরে
মাটি দিয়া কুম্ভকারে পুতুল পাতিল কতই গড়ে ।।
জালাল পাগলার কথা ধর, আত্মসমর্পণ কর
দলাদলির ভাবটি ছাড়, বলি বিনয় করে
করোনা দুদিনের বড়াই, সং সেজে সংসারে
এক হাতের তৈয়ারী জীব, আসা যাওয়া এক বাজারে ।।