রাধারমণ দত্ত রচিত গানসমূহ
- অ প্রাণ বিশখে ললিতে গো কহগো মোরে (গান নং ২৯৮)
- অউতো যাবায় গিয়া বন্ধুরে আমার পরাণে বাঁধিয়া (গান নং ৬৪৫)
- অকূলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া (গান নং ৮০৪)
- অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিলো কই (গান নং ১)
- অজ্ঞান মন রে তুমি রহিয়াছো ভুলিয়া (গান নং ৪)
- অজ্ঞান মন, কৃষ্ণ ভক্তিরসে কেন ডুবলে না (গান নং ২)
- অজ্ঞান মন, গুরু কি ধন চিনলায় না (গান নং ৩)
- অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে (গান নং ৯০২)
- অধর চান্দ ধরবে যদি নিরবধি (গান নং ৮০৫)
- অনুরাগ কোন অবতার রে গৌরাঙ্গচাঁন্দ (গান নং ১৪৩)
- অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে (গান নং ১৪৪)
- অন্তর ছেদিলো গো সখি, সখি শ্যাম পিরীতের বিষে (গান নং ৬৪৬)
- অবনীতে উদয় নদীয়াতে গৌর নিতাই (গান নং ১৪৫)
- অবলার কূলমান সই গো কেমনে রাখি (গান নং ২৯৯)
- অবলার মনেরই আনল গো সখি (গান নং ৩০০)
- অভাগিনীর বন্ধু রে আন্ধারী দিকেতে তুমি যাইও না রে (গান নং ৫৮১)
- অরে পাষাণ মন রে জনমে হরির নাম ভোইলো না (গান নং ৫)
- অসময়ে বাঁশি বাজাই আকুল কইলায় মোরে প্রাণ বন্ধুয়ারে (গান নং ৩০২)
- অসময়ে শ্যাম বাঁশিতে দিলো টান, নিলো প্রাণ (গান নং ৩০৩)
- অয় গো সখী অন্যে জানে কেমনে (গান নং ৯১৮)
- অয়রে শ্যামচাঁন্দের বাঁশি আকুল কইলো মোরে (গান নং ৩০১)
- আঁখি হইলো ঘোর গো সখি নিশি হইলো ভোর (গান নং ৫৫৬)
- আইজ আমার কি হইলো গো জলের ঘাটে গিয়া (গান নং ১৪৬)
- আইল নতুন রসেরই সারাৎসার রে (গান নং ৮৮২)
- আইল না শ্যাম প্রাণবন্ধু কালিয়া (গান নং ৯৪৩)
- আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি (গান নং ৮৮৩)
- আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া (গান নং ৫৮৪)
- আইলে বসনচোরা মনোহরা পায়ে লাগাবো বেড়ি (গান নং ৫৮৫)
- আইলো নাগো প্রাণবন্ধু কালিয়া (গান নং ৫৮৬)
- আইলো রে আইলো গৌর, নিতাই সঙ্গে লইয়া (গান নং ১৪৭)
- আইলোনা গো প্রাণবন্ধু মনে রইলো খেদ (গান নং ৬০৯)
- আইস ধনী রতন মন্দিরে (গান নং ৭৮২)
- আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি (গান নং ৮৮৪)
- আগে না জাইনে গো ললিতে (গান নং ৫৫৭)
- আগে না জানিয়া এমন প্রেম আর কইরো না (গান নং ৫৫৮)
- আজ কেন প্রাণ কেন্দে কেন্দে উঠেরে ভাই, ভাইরে নিমাই (গান নং ১৪৮)
- আজি উদয় দিনমণি রামচন্দ্রের সতুর কাটে (গান নং ৮৮৫)
- আজি কি আনন্দ রে ভাই, কি আনন্দ (গান নং ১৪৯)
- আজি সখি নিদ্রাভাসে গো সখি (গান নং ৬৪৭)
- আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া (গান নং ৩০৪)
- আনন্দ মগন গৌরহরি (গান নং ১৫০)
- আপন মন তোর কে আছে (গান নং ৮০৬)
- আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না (গান নং ৮০৭)
- আমার অবশ কইলো প্রাণী গো শুনিয়া বংশী ধ্বনি (গান নং ৩০৬)
- আমার একি হইলো জ্বালা (গান নং ৩০৭)
- আমার একী বিপদ ঘটলো গো (গান নং ৯০০)
- আমার কি হইলো প্রাণ সখি গো জলের ঘাটে গিয়া (গান নং ১৫২)
- আমার কি হইলো যন্ত্রণা গো সখি কি হইলো বেদনা (গান নং ৬৪৯)
- আমার কৃষ্ণ কোথায় পাই গো বল সখি কোন দেশেতে যাই (গান নং ৬৫০)
- আমার গৃহকর্ম না লয় মনে (গান নং ৩০৮)
- আমার গৌর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন কলে (গান নং ৮০৮)
- আমার জীবনের সাধ নাই গো সখি জীবনের সাধ নাই (গান নং ৫৮৭)
- আমার জ্বালা পুড়া কত প্রাণে সয় প্রাণ বন্ধুরে (গান নং ৩০৯)
- আমার দিন বড়ো বেকলা দেখি (গান নং ৮০৯)
- আমার দিলচোরা বন্ধের দায় প্রাণি যায় (গান নং ৫৬০)
- আমার দুই নয়নে ঝরে গো বারি (গান নং ৩১০)
- আমার দেহতরী কি দিয়া গড়িলায় গুরুধন (গান নং ৮১০)
- আমার দেহতরী কে করলো গঠন (গান নং ৮১১)
- আমার নিত্যি জলে যাইতে হয় (গান নং ৯৫৬)
- আমার প্রাণ কান্দে গো প্রাণসখী গৌর বিনে সদায় দুঃখী (গান নং ৯১৫)
- আমার প্রাণ তো বাঁচেনা রে রসময় শ্যাম তুমি বিনে (গান নং ৬৫১)
- আমার প্রাণ নিলো গো মুরলী বাজাইয়া (গান নং ৩১১)
- আমার প্রাণবন্ধু কই গো সখি বল গো আমারে (গান নং ৬৫২)
- আমার প্রেমময়ী রাধারে সুবল দেও আনিয়া (গান নং ৬৫৩)
- আমার বন্ধু আনি দেওগো তোরা (গান নং ৬৫৪)
- আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয় (গান নং ৯২৯)
- আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না (গান নং ৮১২)
- আমার মন করে আকুল আমার প্রাণ করে আকুল (গান নং ৯৫৭)
- আমার মন মজিল গো সই কাল চরণে (গান নং ৯৩০)
- আমার মন রে এবার ভবে কেন না আসিলে (গান নং ৬)
- আমার মন হইয়াছে লাচাড়ি, পড়িয়াছি ঘোর বিপদে, তরাও গৌরহরি (গান নং ১৫৩)
- আমার মনচোরা তুই হরি (গান নং ৫৬১)
- আমার মরণকালে কর্ণে শুনাইও কৃষ্ণনাম ললিতে গো (গান নং ৭)
- আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না (গান নং ৮১৩)
- আমার শ্যাম জানি কই রইল গো শ্যামরুপে মনপ্রাণ নিল (গান নং ৯৫৮)
- আমার শ্যাম বিনে প্রাণ বাঁচেনা গো ললিতে (গান নং ৬৫৬)
- আমার শ্যাম সুখপাখি কই গি রইলায় দিয়া ফাঁকি (গান নং ৬৫৭)
- আমার শ্যামকে আনিয়া দেওগো তোরা (গান নং ৬৫৫)
- আমার সদায় জ্বলে হিয়া গো কার লাগিয়া (গান নং ৬৫৮)
- আমার সোনা বন্ধের লাগিয়া মনের আগুন ওঠে গো জ্বলিয়া (গান নং ৬৫৯)
- আমারে করগো উদ্ধার, আমি অধম দুরাচার (গান নং ৮)
- আমারে কি করো দয়া অধম জানিয়া বা গৌর, প্রাণনাথ কালিয়া (গান নং ১৫৪)
- আমারে ছাড়িয়া তুমি কেমন সুখে আছো রে শ্যাম সুখপাখি (গান নং ৬৬০)
- আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো (গান নং ৫৮৮)
- আমায় আকুল করিলো, আমায় পাগল করিলো (গান নং ৩০৫)
- আমায় উপায় বলো এগো সই প্রেম করে প্রাণ গেলো (গান নং ৫৫৯)
- আমায় নিয়ে ব্রজে চল যাই রে ভাই রে নিতাই (গান নং ১৫১)
- আমায় পাগল করল শ্যাম কালিয়া রুপে আমায় (গান নং ৯৫৫)
- আমায় ফাঁকি দিয়ে গেলো গো সখি শ্যাম নটবর কালিয়া (গান নং ৬৪৮)
- আমি কাতরে করি রে মানা বাঁশি বাঁশি আজ বাইজোনা (গান নং ৩১২)
- আমি কারে বা দেখাবো মনের দুঃখ গো হৃদয় চিরিয়া (গান নং ৬৬১)
- আমি কি করি উপায় গো সখি শ্যামরায় (গান নং ৩১৩)
- আমি কি হেরিলাম গো সুরধনীর ঘাটে গৌর উদয় হইলো গো (গান নং ১৫৫)
- আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া রুপে আমায় পাগল করিলো (গান নং ৩১৪)
- আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে (গান নং ৯)
- আমি কেন গেলাম জলে গো সখি কেন গেলাম জলে (গান নং ৩১৫)
- আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো প্রাণ সজনী (গান নং ৩১৬)
- আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধুনীর কূলে (গান নং ৩১৭)
- আমি গৌর প্রেমে মজে গো কুলকলঙ্কের ভয় রাখি না (গান নং ১৫৬)
- আমি চাইয়া দেখতে যে পাই গৌরময় সকলি (গান নং ১৫৭)
- আমি জন্মিয়া কেন মইলাম না গুরুর চরণ সাধন হইলো না (গান নং ১০)
- আমি জানলাম রে নিষ্ঠুর কালা (গান নং ৫৬২)
- আমি ডাকছি কাতরে (গান নং ১১)
- আমি ডাকি কাতরে প্রাণ গৌর আইসো আসরে (গান নং ১৫৮)
- আমি ডাকি বন্ধু বন্ধু আমার বন্ধুর বুঝি মায়া নাই (গান নং ৬৬২)
- আমি তোমায় ডাকি গুরু হে গুরু (গান নং ১২)
- আমি দুঃখিনী জানিয়া রে প্রাণবন্ধুরে তোমার মনে নাই (গান নং ৬৬৩)
- আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররুপ (গান নং ১৫৯)
- আমি দেইখে আইলাম তারে গো (গান নং ৩১৮)
- আমি দেখিয়ে আইলাম তারে গো হরে (গান নং ১৬০)
- আমি নালিশ করি রাজ দরবারে (গান নং ১৬১)
- আমি পাইয়া কুমতিসঙ্গ মনমতিসঙ্গ সদায় পুড়ে (গান নং ১৩)
- আমি পাগলিনী হইলাম যার লাগিয়া গো রুপ দেখিয়া (গান নং ৯২৮)
- আমি প্রাণবন্ধুরে পাইলাম না গো বিরহে জ্বলিয়া (গান নং ৯৫৯)
- আমি বিনয় করি বলি রে শুক পাখিয়া (গান নং ১০১২)
- আমি মরিমু পরাণে রে ভাই, রাই বিনে (গান নং ৬৬৪)
- আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না (গান নং ৯৬০)
- আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধু ঐ রাঙা চরণে (গান নং ৩১৯)
- আমি রাধা ছাড়া কেমনে থাকি একা রে সুবল সখা (গান নং ৬৬৫)
- আমি রাধারে ছাড়া কেমনে থাকি একা রে সুবল সখা (গান নং ৯৬১)
- আমি রুপ হেরিলাম গো আমার মনপ্রাণ সব দিলাম গো (গান নং ৩২০)
- আমি সেই গৌর বলে ডাকি (গান নং ১৬২)
- আর আমি যাবোনা সইগো কালিন্দীর জলে (গান নং ৩২৩)
- আর কি আমার আছে গো বাকী (গান নং ৫৫২)
- আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে (গান নং ১৬৩)
- আর জ্বালা দিওনা বাঁশি আর জ্বালা দিওনা আমারে (গান নং ৩২৪)
- আর তো দেরী নাই গো সখী (গান নং ৭৮৩)
- আর তো নিশি নাই গো সখি আর তো নিশি নাই (গান নং ৫৭৪)
- আর তো সময় নাই গো সখি আর তো সময় নাই (গান নং ৬৬৬)
- আর দাড়াবো কত রে শ্যাম আর দাড়াবো কত (গান নং ৩২৫)
- আর বন্ধু নি আমার রে নিদয় পাষাণ বন্ধু রে (গান নং ৫৮৯)
- আর বাইজোনা রে বন্ধের বাঁশি রে (গান নং ৩২৬)
- আর শোন শোন শোন মন দিয়া (গান নং ৩২৭)
- আরে ও পাগেলার মন রে (গান নং ১৪)
- আরে পুষ্প বলি রে তোমারে (গান নং ৫৬৩)
- আশা নি পুরাইবায় গুণমণি রে দীনের নাথ বন্ধু (গান নং ৮১৪)
- আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা জীবের উদ্ধারে (গান নং ৮৭২)
- আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া (গান নং ৫৯০)
- আসরে আইসো হে গৌর হরি তাপিত প্রাণ শীতল করি (গান নং ১৬৪)
- আসল ধনের নাই ঠিকানা মন কর তার উপাসনা (গান নং ৮১৫)
- আসিয়া গৌরাঙ্গের হাটে কূলমান হারাইলাম গো সই (গান নং ১৬৫)
- আহা চুরের ঘাটে নাও লাগাইয়া ভাবছো কি রে মন (গান নং ১৫)
- আয় বা নিলাজে কালা রে (গান নং ৩২২)
- আয়গো সখি কে কে যাবে কদম্বতলায় (গান নং ৩২১)
- ইলিশামাছ কি বিলে থাকে কাঠাল কি কিলাইলে পাকে (গান নং ১৬)
- উদাস বাঁশি বাজলো কোন বনে গো প্রাণ ললিতে (গান নং ৩২৮)
- উদয় চৈতন্যচাঁন্দ সুরধুনী তীরে (গান নং ১৬৮)
- উদয় হইলায় বা নদীয়ার চাঁন গৌর হরি (গান নং ১৬৭)
- উদয় হইলো হে গৌরাঙ্গচাঁন্দ গৌর দেশে (গান নং ১৬৬)
- উপায় কি করি গো বল মনচোরা শ্যাম বাদী হইলো (গান নং ৬৬৭)
- উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার (গান নং ৮১৬)
- এ প্রাণসখি ললিতে কি জন্য আসিলাম কুঞ্জেতে (গান নং ৬৬৮)
- এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি (গান নং ১৬৯)
- এ মানুষে সেই মানুষ আছে ভেবে দেখো মন (গান নং ২০)
- এই আসরে এসে কর দয়া গো রাধা বিনোদিনী (গান নং ৮৮৬)
- এই তো মহাজনের মত (গান নং ৮১৭)
- এই মহামায়া যুগল মালা লীলা ব্রজপুরে (গান নং ৮৭৩)
- এই যে দেহতরী কে করিল সুগঠন (গান নং ৯০৩)
- একবার উচ্চস্বরে হরি বোল মাধাই রে (গান নং ১৭)
- একাসনে রাইকানু প্রেমে ভাসিয়া যায় (গান নং ৭৮৪)
- একি বিপদ হইলো গো হরিনামটি লইবার আমার সময় নাই (গান নং ১৮)
- এগো বৃষভানুর মাইয়া কৃষ্ণ সাজায় সব সখিগণ লইয়া (গান নং ৫৯১)
- এগো সই কি দেখিলাম চাইয়া (গান নং ৩২৯)
- এগো সই প্রাণ কান্দে যার লাগিয়া (গান নং ৫৬৪)
- এবার হইলো রে বন্ধু তোর মনে যা ছিলো (গান নং ১৯)
- এমন মধুর নামে রতি না জন্মিল রে (গান নং ৮১৮)
- এমন সুন্দর গৌর কোনখানে আছিলো গো (গান নং ১৭০)
- এমন সুন্দর শ্যামল বনবেহারী (গান নং ৩৩০)
- এস মা জগজ্জননী দুর্গে দুর্গতিনাশিনী (গান নং ৮৭৪)
- এসেছেন গৌর নিতাই জীব তরাই অবনীরে (গান নং ১৭২)
- এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি (গান নং ১৭৩)
- এসো দুনু ভাইরে গৌর ও নিতাই (গান নং ১৭১)
- ঐ অষ্টমী তিথি অতিপুণ্যবতী মহাষ্টমী গনি (গান নং ৮৭৫)
- ঐ আইলো ঐ আইলো আমার সংকীর্তণের গৌর রায় (গান নং ১৭৪)
- ঐ আসরে আইসো রে গৌরচাঁন্দ গুণমণি (গান নং ১৭৫)
- ঐ ছিলো কর্মের লেখা রে জোখা ঐ ছিলো কর্মের লেখা (গান নং ৬৬৯)
- ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া (গান নং ৬১০)
- ঐ নাকি রে শ্রীবৃন্দাবন অরে ভাই নিতাই (গান নং ১৭৬)
- ঐ নাকি সেই ব্রজধাম অরে ভাই নিতাই (গান নং ১৭৭)
- ঐ নাম লও জীব মুখে রে রাধা গোবিন্দ নাম বল (গান নং ২১)
- ঐ নি কালিয়ার বাঁশির ধ্বনি গো সজনী (গান নং ৩৩২)
- ঐ নি যমুনা পুলিন বল গো অ সখিগণ (গান নং ৩৩৩)
- ঐ বাজে কূলনাশার বাঁশি নিরলে বসি গো (গান নং ৩৩৪)
- ঐ বাজে প্রাণবন্ধের বাঁশি জয় রাধা বলে (গান নং ৩৩৫)
- ঐ বাজে মোহন বাঁশি শোনো নি শ্রবণে (গান নং ৩৩৬)
- ঐ যমুনার ঘাটে কদম্ব কি বংশী বটে সই (গান নং ৩৩৭)
- ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে (গান নং ৯৬২)
- ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো (গান নং ৯৬৩)
- ঐ শোন গো মোহন বাঁশি বাজায় শ্যামরায় (গান নং ৩৩৮)
- ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি গো প্রাণসজনী (গান নং ৯৬৪)
- ঐ শোনো বংশী ঘাটে বংশীনাটে শ্যাম নটবর সই (গান নং ৩৩৯)
- ঐ শোনো সখি বন্ধের বাঁশি বাজলো গো রাধা বলে (গান নং ৩৪০)
- ঐকি শোনা যায়গো বিধুমুখী রাই (গান নং ৩৩১)
- ও আমার প্রাণকৃষ্ণ কই গো বল গো আমারে (গান নং ৯৬৬)
- ও আমি সদায় থাকি রিপুর মাঝে (গান নং ২২)
- ও আর পাশর না যায় গো তারে (গান নং ৩৪১)
- ও কোন বনে গো কোন বনে মুরলী ধ্বনি শোনা যায় (গান নং ৩৪২)
- ও গুরুর পদে মনপ্রাণ দিলাম নারে (গান নং ২৩)
- ও জলে দেখবি যদি আয় (গান নং ১৭৮)
- ও দম গেলে আইবার নাইরে আশা (গান নং ৮১৯)
- ও নাগরী কি রুপ মাধুরী গো সুরধনীর তীরে (গান নং ১৭৯)
- ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন (গান নং ৮২০)
- ও প্রাণ বিশখে ললিতে গো কহ গো মোরে (গান নং ৯৬৫)
- ও প্রাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো (গান নং ৬৭২)
- ও প্রাণ সখি গো নিশিগত প্রাণনাথ আইলো না (গান নং ৬১১)
- ও প্রাণবৃন্দে প্রাণ যায় বন্ধুয়া বিনে (গান নং ৬৭১)
- ও প্রাণসই শোন সজনী শ্যামের বাঁশি বাজলো কই (গান নং ৩৪৪)
- ও প্রাণসখি ললিতে কি জন্য আসিলাম কুঞ্জেতে (গান নং ৬৭৩)
- ও প্রেম না করছে কোন জনা গো (গান নং ৬৭৪)
- ও বন্ধু কঠিন হৃদয় কালিয়া (গান নং ৫৬৫)
- ও বন্ধু নবীন রসিয়া (গান নং ৭৮৫)
- ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাবো প্রিয় সখি (গান নং ৬৭৫)
- ও বা রসিক কালাচাঁন কি জন্যেতে রাধা বলি (গান নং ৩৪৫)
- ও বাঁশিরে শ্যামচাঁন্দের বাঁশি, বাঁশি করিলায় উদাসী (গান নং ৩৪৬)
- ও বিশখা গো, আমার মত জনম দুঃখি নাহি গো সংসারে (গান নং ৯৬৭)
- ও বিশখা সই গো, কই গো আমার মনমোহন কালিয়া (গান নং ৬৭৬)
- ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি (গান নং ২৫)
- ও মন থাকো রে সাবধানে রং মহল লুট করি নেয় (গান নং ২৬)
- ও রাই কীসের অভিমান গো শ্যাম আসিয়াছে কুঞ্জবনে (গান নং ৬৩৬)
- ও রুপ লাগিলো নয়নে বন্ধু বিনে প্রাণ বাঁচেনা নানা নানা (গান নং ৩৪৭)
- ও শ্যাম কালিয়া আর আমারে জ্বালাইওনা বাঁশিটি বাজাইয়া (গান নং ৩৪৯)
- ও শ্যাম তোরে করি মানা, তুমি মোহন বাঁশি আর বাজাইয়ো না (গান নং ৩৫০)
- ও শ্যাম রস বিন্দাবনে আও না কেনে (গান নং ৬৭৯)
- ও শ্যামে বিচ্ছেদ লাগাইল (গান নং ৯৬৮)
- ও সজনী কও গো শুনি গুণমণি কই (গান নং ৬৮০)
- ওগো দরদী নাই এ সংসারে (গান নং ২৪)
- ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে (গান নং ৬৭০)
- ওগো শ্যামরুপ নয়নে হেরিয়া (গান নং ৩৪৩)
- ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে (গান নং ৯৫০)
- ওরে আর কি গো মনে মনে (গান নং ৬৭৭)
- ওরে একলা কুঞ্জে শুইয়া থাকি পাইনা রাধার মনচোর (গান নং ৬৭৮)
- ওরে ও রসিক সুজন নাইয়া ভবসাগর পাড়ি দেও রে (গান নং ২৭)
- ওরে কঠিন পাষাণ মন ডাকার মতো ডাকলে পরে (গান নং ২৮)
- ওরে মন কুপথে না যাইও (গান নং ২৯)
- ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্রীকান্তে (গান নং ৩৪৮)
- ওহে কৃষ্ণ গুণমণি মোর প্রতি দয়া ধর জানি অভাগিনী (গান নং ৬৮১)
- কংসের পিরিতে দিন গেলো সজনী লো (গান নং ৩০)
- কই কই সে রুপ রসময়, স্বরুপ যে রুপ দর্শনে মহানন্দ হয় (গান নং ১৯৪)
- কই গেলে পাই তারে কই গেলে পাই (গান নং ৬১২)
- কই গো মাধবীলতা বল গো ললিতে (গান নং ৩৫১)
- কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর (গান নং ১৮০)
- কই সে হৃদয়মণি গো প্রাণসজনী (গান নং ৬৯৭)
- কইতে ফাটে হিয়া, দুঃখে বিরহিনীর জনম যায় গইয়া (গান নং ৬৮২)
- কঠিন শ্যামের বাঁশিরে, ঘরের বার কইলে বাঁশি আমারে (গান নং ৩৫২)
- কত আদরে আদরে (গান নং ৭৮৬)
- কত দিনে ওরে শ্যাম আর কত দিনে (গান নং ৬৮৩)
- কথায় বাঁশি মন উদাসী কোন নাগরে নিলো মনপ্রাণ হরে (গান নং ৩৫৩)
- কদমতলে কে বাঁশি বাজায় গো ঐ শোনা যায় (গান নং ৩৫৫)
- কদমতলে কে বাজায় মুরলী গো সজনী (গান নং ৩৫৪)
- কদমতলে বংশীধারী (গান নং ৩৫৬)
- কদম্ব ডালেতে বইয়া কী সুন্দর বাজায় গো বাঁশি (গান নং ৩৫৭)
- কপালের দুষ দিমু কারে সকলই কপালে করে (গান নং ৮২১)
- করুণার নিধি গৌর উদয় হইলো (গান নং ১৮১)
- কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে (গান নং ১৮২)
- কলির জীবের ভাগ্যে গৌরচাঁন্দ উদয় হইয়াছে (গান নং ১৮৩)
- কলির জীবের ভাবনা কিরে মন (গান নং ৩১)
- কলির জীবের সুদিন আসিয়াছে (গান নং ১৮৪)
- কহ কহ প্রাণনাথ নিশির সংবাদ (গান নং ৬১৩)
- কহ গো ললিতে সই কেন না আসিলো গো (গান নং ৬৮৪)
- কাঁখে বারি প্রাণে মরি গৃহে যাইবার সময় যায় (গান নং ৩৫৮)
- কাঙাল জানিয়া পার করো (গান নং ৩২)
- কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে (গান নং ১৮৫)
- কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে (গান নং ৬৮৫)
- কানু রে গুণমণি শ্রীবৃন্দাবনে শুনি মুরলীর ধ্বনি (গান নং ৩৫৯)
- কান্দে রাধা চন্দ্রমুখী দিবসরজনী (গান নং ৭৮৭)
- কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন (গান নং ৩৩)
- কার কুঞ্জে নিশি ভোর রে রসরাজ রাধার মনচোর (গান নং ৯৪৪)
- কার পানে চাইয়া রে মনা (গান নং ৩৪)
- কারে দিতাম মালা গো সখি কারে দিতাম মালা (গান নং ৯৭২)
- কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক চিরিয়া (গান নং ৯৬৯)
- কালরুপ হেরিলাম গো সই কদম্বমূলে (গান নং ৩৬১)
- কালরুপ হেরিয়া এমনি হইলাম গো সখি (গান নং ৩৬০)
- কালা রে তোর রং কালা রং দিলে রং মিশে নারে (গান নং ৬৮৬)
- কালাচাঁন্দ করে ব্রজলীলা সাঙ্গ শ্যামঅঙ্গী গৌরাঙ্গ (গান নং ১৮৬)
- কালার পিরীতে সই গো সকল অঙ্গ জ্বলে (গান নং ৩৬৪)
- কালার সঙ্গে প্রেম করিয়ে গো লাঞ্ছনা তোমার (গান নং ৫৬৬)
- কালারে মুই তোরে চিনলাম না (গান নং ৩৫)
- কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া (গান নং ৯৭০)
- কালায় মোরে করিয়াছে ডাকাতি গো শুন গো সখি (গান নং ৩৬২)
- কালায় রাধাকে ভাবিয়া মনে বাজায় বাঁশি নিধূবনে (গান নং ৩৬৩)
- কাহারে মরম কহিবো রে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে (গান নং ৩৬৫)
- কি অপরুপ দেইখে আইলাম (গান নং ৬১৪)
- কি অপরুপ লীলা দেখবি যদি আয় (গান নং ৭৮৮)
- কি আচানক সৈন্ন্যাসী একজন গো (গান নং ৩৬৬)
- কি করি উপায় গৌর আমায় দেও পদাশ্রয় (গান নং ১৮৭)
- কি করিতাম তোরে রে পুষ্প কি করিতাম তোরে (গান নং ৬১৫)
- কি করিবো কোথায় যাবো বিরহে প্রাণ সহেনা (গান নং ৬৮৭)
- কি করে অন্তরে আমার প্রাণ বিশখে (গান নং ৩৬৭)
- কি কাজ করিলাম চাইয়া, গো সই (গান নং ৩৬৮)
- কি দেখিলাম গো গৌররুপ চমৎকার নদীয়ায় (গান নং ১৮৮)
- কি বলিমু কালিয়া রুপের কথা গো সজনী (গান নং ৩৭০)
- কি বুঝাও আমারে গো আর কি গো মন মানে (গান নং ৬৮৯)
- কি রুপ দেখছো নি সজনী সই জলে (গান নং ৩৭১)
- কি রুপ হেরিনু পরাণসই (গান নং ৩৭৩)
- কি রুপ হেরিয়া আইলাম কদমতলে (গান নং ৩৭২)
- কি শুনি মধুর ধ্বনি গো সখি কি শুনি মধুর ধ্বনি (গান নং ৩৭৪)
- কি সুখে রহিয়াছো বন্ধুরে বন্ধু আমায় পাশরিয়া (গান নং ৬৯০)
- কি সুধিমু প্রেমঋণ গো রাই আমার সে ধন নাই (গান নং ৩৬৯)
- কি হেরিলাম গো নদীয়াপুরে (গান নং ১৮৯)
- কি হেরিলাম গো রুপে ডুবিলো নয়ন (গান নং ৩৭৫)
- কি হেরিলাম রুপলাবণ্য শ্যামরুপ মনোহরা (গান নং ৩৭৬)
- কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু (গান নং ৬৮৮)
- কিমাশ্চর্য প্রাণসজনী দেখবে আয় ত্বরিতে (গান নং ৮৮৭)
- কী আনন্দে কুঞ্জ সাজায় (গান নং ১০১০)
- কী দিয়া শোধিতাম প্রেমঋণ গো রাই, আমার সে ধন নাই (গান নং ৯৭১)
- কী হইলো কী হইলো সখি গো সখি কী হইলো যন্ত্রণা (গান নং ৫৯২)
- কী হেরিলাম প্রাণসখী শ্যামরুপে ধিকিধিকি (গান নং ৯৩১)
- কুক্ষণে গো গিয়াছিলাম জলের লাগিয়া (গান নং ৩৭৮)
- কুক্ষণে প্রাণ সজনী গেলাম কদমতলা (গান নং ৩৭৭)
- কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যাম কালিয়া (গান নং ৯৪৭)
- কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো (গান নং ৭৮৯)
- কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও (গান নং ৩৭৯)
- কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে (গান নং ৩৮০)
- কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায় (গান নং ৯৭৩)
- কুলমান আর যায়না রাখা, বাঁশি যে ডাকে রাধা রাধা (গান নং ৩৮১)
- কুলের বাহির ও মুরলী করিয়াছো আমারে (গান নং ৩৮২)
- কৃপা কইরে আইসো আসরে গৌরমণি (গান নং ১৯০)
- কৃপা কর চৈতন্য নিতাই (গান নং ১৯১)
- কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি (গান নং ৬৩৭)
- কৃষ্ণ কই গো ও বিশখা সংশয় আমার জীবন রাখা (গান নং ৬৯১)
- কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখি (গান নং ৩৮৩)
- কৃষ্ণ নাম ব্রহ্ম সনাতন দিবা নিশি কর রে ভাবন (গান নং ৩৬)
- কৃষ্ণ নামে আমার মন কেন মজে না (গান নং ৩৭)
- কৃষ্ণ প্রেম সিন্ধু মাঝে থাক মইজে (গান নং ৮২২)
- কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে (গান নং ৮২৩)
- কৃষ্ণ ভজো না কোন কাজে দিন যায় রে (গান নং ৮২৪)
- কৃষ্ণ রুপ আমি কেমনে হেরিবো রে দারুণ বিধি (গান নং ৬৯২)
- কৃষ্ণনাম লও রে মন দুরাচার (গান নং ৯০৬)
- কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বলো না (গান নং ৩৮৪)
- কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি (গান নং ৯৩২)
- কে বলে পিরীতি ভালা গো সজনী (গান নং ৬৯৪)
- কে বাজাইয়া যায় গো সখি (গান নং ৩৮৭)
- কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই (গান নং ৬৯৫)
- কে যাবে গো আয় গৌর প্রেমের বাজারে (গান নং ১৯৩)
- কে যাবে গো আয় সখি ধীর সমীর বনে (গান নং ৩৮৮)
- কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী (গান নং ৩৮৯)
- কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী (গান নং ৩৯০)
- কে যাবে শ্রীবৃন্দাবন যার লাগাল পাই (গান নং ৯৭৪)
- কে যেন জল ভরিতে যায় তোরা দেইখে আয় (গান নং ১০১৩)
- কে রইলো কে রইলো আমার শ্যামচান্দ সুখপাখি (গান নং ৬৯৬)
- কেন কুঞ্জে না আসিলো কঠিন শ্যামরায় (গান নং ৫৯৩)
- কেন গৌরাঙ্গ হয়ে কানাই আইলে রে (গান নং ১৯২)
- কেন দিলে চম্পকেরই ফুল রে সুবল সখা (গান নং ৬৯৩)
- কেন রাধা বলে বাজায় শ্যামের বাঁশরী দিবানিশি (গান নং ৩৮৫)
- কেনে আইলাম জলে গো সই কেনে আইলাম জলে (গান নং ৩৮৬)
- কেনে ভবে আইলাম রে (গান নং ৮২৫)
- কোকিলা মানা করি তোরে (গান নং ৯৭৬)
- কোথা গেলে কৃষ্ণ আমি পাই গো রাই (গান নং ৯৭৫)
- কোথা গো প্রাণসই শোন সখি রসরাজের কথা (গান নং ৩৯১)
- কোথা হে করুণাময় তুমি দীন দয়াময় (গান নং ১৯৫)
- কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে (গান নং ৬১৬)
- কোথায় রহিলো বন্ধু শ্যাম চিকন কালা (গান নং ৬৯৮)
- কোন বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায় (গান নং ৩৯২)
- কোন বনে বাজিলো শ্যামের বাঁশি গো উদাসীনি কইলো গো মোরে (গান নং ৩৯৩)
- কোন বনে বাজে গো বাঁশি আন তারে দেখি (গান নং ৩৯৪)
- কোন বনে বাজে বাঁশি টের না পাই (গান নং ৩৯৫)
- কোন ভবে আইলাম রে নিতাই (গান নং ৩৮)
- খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু কইলে অপমান (গান নং ৫৬৭)
- খুলি নেও গলার হার গো ললিতে (গান নং ৯৭৭)
- গউর এ যে প্রেম করিল যে রসে কেউ ডুবে না (গান নং ১০১৬)
- গলার হার খুলিয়া নেও গো ও ললিতে (গান নং ৬১৭)
- গুরু আমার উপায় বলো না, জন্মাবধি কর্মপোড়া আমি একজনা (গান নং ৩৯)
- গুরু একবার ফিরি চাও অধম জানিয়া গুরু (গান নং ৪০)
- গুরু ও দয়াল গুরু আমি ঘোর অন্ধকার দেখি (গান নং ৪১)
- গুরু কও মোরে সার শিক্ষা দেও মন্ত্র মোরে (গান নং ৪২)
- গুরু তুমি কারবারের রাজা ষোলোজনে মারে মজা (গান নং ৪৩)
- গুরু না মানিলাম গো সখী আমি কি দিয়া (গান নং ৪৫)
- গুরু নির্ধনের ধন অধম জানি শিক্ষা দেও (গান নং ৪৬)
- গুরু ভজন হইলো না রে অজ্ঞান মন ভবে আসা যাওয়া হইলো (গান নং ৪৯)
- গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় (গান নং ৫১)
- গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন নাম শুনি (গান নং ৫২)
- গুরু শ্রীপাদ পঙ্কজে দেহ ঠাই (গান নং ২০১)
- গুরুধন ভবার্ণবে আমার জাগা কই (গান নং ৪৪)
- গুরুপদ পদারবিন্দে মনভুজঙ্গ মজনারে (গান নং ৪৭)
- গুরুভক্তি নাই যার অন্তরে (গান নং ৪৮)
- গুরুর চরণ অমূল্যধন সার করিবে কবে (গান নং ৫০)
- গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি বলো চাই (গান নং ৬১৮)
- গৌর অনুরাগ যার সে জানিয়াছে সারাৎসার (গান নং ২০২)
- গৌর আমার কাঁচা সোনা (গান নং ২০৩)
- গৌর আমার জাত মারিয়াছে (গান নং ২০৪)
- গৌর এ যে প্রেম করিলো যে রসে কেউ ডুবে না (গান নং ১৯৬)
- গৌর এসো আমার আসরে (গান নং ১৯৭)
- গৌর গৌর গৌর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া গো সখি (গান নং ১৯৮)
- গৌর চরণ পাবো বলে দুই কূল খাইয়াছি (গান নং ২০৫)
- গৌর ছাড়া হইলাম গো প্রাণ কান্দে গৌরাঙ্গ বইলে (গান নং ২১১)
- গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে (গান নং ২১২)
- গৌর নিতাই আইসে রে ও হরির নাম অমৃতে ভাসাইলে (গান নং ১৯৯)
- গৌর নিতাই আইসো এই আসরে (গান নং ২১৩)
- গৌর নিতাই উদয় নদীয়ায় (গান নং ২১৪)
- গৌর নিতাই নইদে আসিয়াছে, রাধাপ্রেমের ঢেউ (গান নং ২১৫)
- গৌর নিতাইর হাটে রসিক মহাজন (গান নং ২১৬)
- গৌর প্রেমের এত জ্বালা সখি জানিনা গো আগে জানি না (গান নং ২১৭)
- গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে সজনী তার নাম জানিনা (গান নং ২১৮)
- গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায় (গান নং ২১৯)
- গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালা গো (গান নং ২২০)
- গৌর রুপের ফান্দে ঠেকাইলো আমায় গো ও নাগরী (গান নং ২০০)
- গৌরচাঁন এ ভবসাগরে রে পার করো আমারে (গান নং ২০৬)
- গৌরচাঁন ছাপাইয়ে রাখবো কেউরিরে না দেখতে দিবো (গান নং ২০৭)
- গৌরচাঁন হৃদয়ে রাখবো অন্যরে না দেখতে দিবো (গান নং ২০৮)
- গৌরচাঁন্দ বিনে আর করুণা পাথার, আর কি হবে ভবে (গান নং ২০৯)
- গৌরচাঁন্দ রাই কিশোরীর ভাবসাধিকে (গান নং ২১০)
- গৌরচান তোমায় পাব আর কতদিন বাকী (গান নং ৯১৯)
- গৌরচান দয়া কর দেখি (গান নং ৯২০)
- গৌরচান পরার অধীন বানাইলা আমারে (গান নং ৯২১)
- গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন (গান নং ৯২২)
- গৌররুপ হেরিলাম গো মনপ্রাণ কূলমান সব নিলো গো (গান নং ২২১)
- গৌররুপ হেরিলাম গো সুরধনীর তীরে (গান নং ২২২)
- গৌররুপে আমায় পাগল করিলো রে (গান নং ২২৩)
- গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো (গান নং ২২৪)
- গৌরার ভাবটি বোঝা দায়, ওহে স্বরুপ রাম রায় (গান নং ২২৫)
- ঘরের মাঝে ঘর বেঁধেছে আমার মনোহরা (গান নং ৮২৬)
- চন্দ্রার কুঞ্জে বৃন্দা দূতী শ্যামচান্দের উদ্দেশে যায় (গান নং ৫৭৫)
- চন্দ্রার কুঞ্জে বৃন্দাদূতী শ্যামচাঁদ তাল্লাসে যায় (গান নং ৯৪২)
- চরণে জানাই রে বন্ধু চরণে জানাই (গান নং ৬৯৯)
- চল কুঞ্জে যাই গো ধনী চল কুঞ্জে যাই (গান নং ৬১৯)
- চল গো সখি জল আনিতে (গান নং ৩৯৬)
- চল গো সব সহচরী জল আনিতে যাই (গান নং ৩৯৭)
- চল রমণ সাধুর বাজারে সাধুর সংগতি কইলে (গান নং ৫৩)
- চল রে সুবল রাই দরশনে (গান নং ৭০০)
- চল সখি বন্ধু দেখতে যাই গো কদমতলায় (গান নং ৩৯৮)
- চল সখী রঙ্গ হেরি মিথিলা ভুবন (গান নং ৮৮৮)
- চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া (গান নং ৭৯০)
- চলরে মন রাজ দরবারে, কলিযুগের রাজা শ্রীচৈতন্য (গান নং ২২৬)
- চলেছে হরি নামের গাড়ি (গান নং ২২৭)
- চলো চলো রাই গৌরচাঁন্দের রুপ হেরিতে (গান নং ২২৮)
- চাঁন বদনে বলো হরি শ্রীগুরু গৌরাঙ্গ নাম পারের কান্ডারী (গান নং ২৩০)
- চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে আজ নদীয়ায় (গান নং ২২৯)
- চাতক রইলো মেঘের আশে তেমনি মতো রইলাম গো আমি (গান নং ৭০১)
- চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে (গান নং ৫৭৬)
- চিত্ত যায় জ্বলিয়া গো, গেলো রাধে কি স্বপন দেখাইয়া (গান নং ৭০২)
- চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই চিন্তিয়া চিন্তিয়া জনম গেলো (গান নং ৫৪)
- চির পরাধিনী নারীর গো মনে সুখ থাকেনা (গান নং ৭০৩)
- চুপ করে আছিস মন কিবা শক্তি বলে (গান নং ৫৫)
- চৈড়ে মনোহারী ভবের গাড়ি আয় কে যাবে বৃন্দাবন (গান নং ৮২৭)
- ছাড়িয়া না দিব বন্ধুরে ছাড়িয়া না দিব (গান নং ৭৯১)
- ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই (গান নং ৭৯২)
- জগজ্জননী ভবদারা আসিয়াছে (গান নং ৮৭৬)
- জন্মের মতো দিয়া ফাঁকি উড়ে গেলো রাধাপাখি (গান নং ৩৯৯)
- জল আনিতে দেইখে আইলাম গো সখি গৌরবরণ বাঁকা (গান নং ৪০০)
- জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ গো (গান নং ৪০৩)
- জলধারা দেও গো সখি মাথে (গান নং ৪০১)
- জলধারা দেও মাথে গো সখি জলধারা দেও মাথে (গান নং ৪০২)
- জলে কি নিবাইতে পারে প্রেম অনল যার অন্তরে (গান নং ৪০৪)
- জলে গেছিলাম একেলা (গান নং ৪০৫)
- জলে যাইও না গো রাই (গান নং ৯৩৩)
- জলের ঘাটে কে যাবে গো আয় (গান নং ৪০৬)
- জলের ঘাটে চল গো সখী জলের ঘাটে চল (গান নং ৯৩৪)
- জলের ঘাটে দেইখে আইলাম (গান নং ৪০৮)
- জলের ঘাটে দেখিয়া আইলাম কি সুন্দর শ্যামরায় (গান নং ৪০৯)
- জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায় (গান নং ৯৭৮)
- জলের ঘাটেতে বসি ঠার দিয়া কুল মজাইছে (গান নং ৪০৭)
- জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচাঁন গুণমণি (গান নং ২৩২)
- জাতি কুল মান হারাইলাম যাহার লাগি (গান নং ৭০৪)
- জীবন থাকিতে গো পিরীতে আর মন দিও না (গান নং ৪১০)
- জীবনে বাসনা ছিলো কৃষ্ণ সঙ্গে মিলিতে (গান নং ৭০৫)
- জীবনের সাধ নাই গো সখি জীবনের সাধ নাই (গান নং ৭০৬)
- জুড়াতে প্রাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্রাণে (গান নং ৫৬)
- জয় গৌরার নামে বাদাম তুলি দেও ডঙ্কায় বাড়ি (গান নং ৯২৩)
- জয়রে জয় প্রভু শ্রীকৃষ্ণচৈতন্য (গান নং ২৩১)
- ডাকার মতো ডাকরে মন দীনদয়াল বন্ধু বলে (গান নং ৫৭)
- ডাকিও নারে শ্যামের বাঁশি আমার ঘরে বাদী গুরুজনা (গান নং ৪১১)
- ডাকিও নারে শ্যামের বাঁশি জয় রাধা বলিয়া (গান নং ৯৭৯)
- ডুব দে রে বাউলের মন ভাব সাগরে ডুব দে রে তুই (গান নং ৫৮)
- ঢেউ দিও না কথা রাখ রুপ দেখি জলের ছায়ায় সই গো (গান নং ৪১২)
- ঢেউ দিয়োনা ঢেউ দিয়োনা ঢেউ দিয়োনা জলে (গান নং ৪১৩)
- তরা দেখ সখীগণ, ভালোমতে কাটে গুয়া দেবের নারীগণ (গান নং ৮৮৯)
- তরুতলে বাঁশি কে বাজায় গো সখী জানিয়ে আয় (গান নং ৪১৪)
- তরুমূলে শ্যামরুপ হেরিলাম তরুমূলে (গান নং ৪১৫)
- তারে তারে গো সই খোজ করিও তারে (গান নং ৮২৮)
- তারে দেখলে হয় রে প্রাণ শীতল (গান নং ৫৯)
- তুই মোরে করিলে উদাসী সোনার বরণ হইলো কালো (গান নং ৪১৬)
- তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্রাস (গান নং ৮৭৭)
- তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও (গান নং ৯০৭)
- তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সোনার চান (গান নং ৪১৭)
- তুমি বন্ধু রসিক সুজন (গান নং ৪১৮)
- তোমরা নি দেইখাছো শ্যামের মুখ ওগো শারী সুক (গান নং ৭০৭)
- তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি হে আমার এই বাসনা (গান নং ৬০)
- তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে (গান নং ৪১৯)
- তোমার মনে কান্দাইবার বাসনা প্রাণনাথ দুঃখিনীরে (গান নং ৭০৮)
- তোমার মনে কী বাসনা রে অবলারে কান্দাইয়া (গান নং ১০১৭)
- তোর লাগি ঝুরে দুই নয়নে প্রাণবন্ধু (গান নং ৬১)
- তোর লাগি মোর প্রাণ কান্দে রে বিদেশী বন্ধু (গান নং ৪২০)
- তোর সনে নাই লেনা দেনা যেজন প্রেমের ভাও জানে না (গান নং ৬২)
- তোরা ঐ শোনো নি গো শ্যাম কালিয়া (গান নং ৪২১)
- তোরা কে দেখিবে আয় এসেছে নূতন মাতাল সোনার নদীয়ায় (গান নং ২৩৩)
- তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে (গান নং ৫৮২)
- তোরা কে যাবে সই যমুনা নীরে (গান নং ৪২২)
- তোরা দেখ রে আসি নগরবাসী প্রেমরসের ফুল (গান নং ৮২৯)
- তোরা দেখবে যদি আয় গৌরচাঁন্দে নৌকা বাইয়া যায় (গান নং ২৩৪)
- তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ উঠিয়াছে (গান নং ২৩৫)
- তোরা দোষীও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে (গান নং ৫৯৪)
- তোরা বল গো সকলে গৌরচাঁন পাবো কই গেলে (গান নং ২৩৬)
- তোরা বল গো সখিগণ, চিন্তা কীসে হয় বারণ (গান নং ৭০৯)
- তোরা শোন গো ললিতা সই (গান নং ৪২৩)
- তোরা শোন গো শ্রবণে ধীর সমীরে বনে গো (গান নং ৫৯৫)
- তোরে করি গো মানা (গান নং ৪২৪)
- তোরে কে শিখাইলো গো নিদারুণ মান (গান নং ৬৩৮)
- তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে (গান নং ৬২০)
- ত্বরাই কইরে যাও প্রাণ সখি গো (গান নং ৪২৫)
- ত্রাহিমাং শ্রীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে (গান নং ৬৩)
- ত্রিভঙ্গের ভঙ্গিমা দেখা (গান নং ২৩৭)
- দিন গেলে তুই কাঁদবে রে বইসে (গান নং ৮৩০)
- দিন তো গেলো রে মনা ভাই অবুঝারে বুঝাইতে (গান নং ৬৯)
- দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি (গান নং ৪২৬)
- দুঃখ কইয়ো গো চাঁন্দ মন্দিরে নিরলে নিয়া (গান নং ৫৯৬)
- দুঃখ সহনও না যায় (গান নং ৭১১)
- দুঃখিনীর বন্ধু নি আমার কবে হবে দেখা (গান নং ৭১২)
- দুর্লভ মানব দেহ আর কি হবে জানি না (গান নং ৭০)
- দুষী হইলাম প্রাণসই কালিয়ার লাগিয়া (গান নং ৭১০)
- দূতী কইও গো বন্ধু রে (গান নং ৫৭৭)
- দূতী তারে করো মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না (গান নং ৫৯৭)
- দেইখে আইলাম তারে ত্রিভঙ্গ ভঙ্গিমা রুপ (গান নং ৪২৭)
- দেইখে আইলাম শ্যামকালা গো সজনী (গান নং ৯২৫)
- দেইখে আইলাম শ্যামরুপ শতদল কমলে (গান নং ৪২৮)
- দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি (গান নং ৭৯৩)
- দেবর আসিয়া কইন দেওগো দিদি জাঠা (গান নং ৯৩৯)
- দেবাদি দৈত্য মানব কীটপতঙ্গাদি যত (গান নং ৮৭৮)
- দেহার সুখে কেন প্রেমের মরা মরলেম না (গান নং ৮৩১)
- দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন (গান নং ৯০৮)
- দয়াল গুরু বিনে বন্ধু কেহ নাইরে সংসারে (গান নং ৬৪)
- দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া (গান নং ৬৫)
- দয়াল গৌর হে পাবো তোমায় আর কতদিন বাকী (গান নং ২৩৮)
- দয়াল তিননাথ আও, আমার আসরে চলিয়া আও (গান নং ৮৯০)
- দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে আর ভরসা কার (গান নং ৬৬)
- দয়াল হরি তুমি বিনে জীবের দুখ আর কে বুঝিবে (গান নং ৬৭)
- দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে (গান নং ৬৮)
- ধন্য ধন্য রে বাঁশি কি পূণ্য তোমার (গান নং ৮৯১)
- ধন্য নদীয়ায় উদয় হইলো গৌর নিতাই (গান নং ২৩৯)
- ধন্য শ্রীচৈতন্য উদয় নদীয়ায় (গান নং ২৪০)
- ধর রে অবোধ মন উপদেশ ধর (গান নং ৭১)
- ধর রে মন আমার বচন সাধুসঙ্গে কর বাস (গান নং ৭২)
- ধরবে যদি রসের মানুষ নেহারে (গান নং ৮৩২)
- ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা (গান নং ৯৮০)
- ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্রাণ সখি (গান নং ৭১৩)
- নইদের চাঁন দয়াল গৌর হে তোমায় পাবার আর কতদিন বাকী (গান নং ২৪১)
- নদীর তরঙ্গ দেখে কেমনে পার হবো রে (গান নং ৭৩)
- নদীয়া নগরে আজি মঙ্গল জুকার (গান নং ১০১৪)
- নদীয়ায় আর থাকবে না সখি কূলমান (গান নং ২৪২)
- নদীয়ায় এলোরে আজ নিমাই কিশোর (গান নং ২৪৩)
- নবদ্বীপ প্রেমের বাজার লাগিয়াছে (গান নং ৮৩৩)
- নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইয়াছে (গান নং ২৪৪)
- নবদ্বীপের মাঝে গো সোনার একজন মানুষ আসিয়াছে (গান নং ২৪৫)
- নবরসের গৌর গো হেরি কি হইলো গো প্রাণসখি (গান নং ২৪৬)
- নবীন নীরদ শ্যাম লাগলো নয়নে গো (গান নং ৪২৯)
- নমস্তে তারিণী কৈলাসবিলাসিনী ত্রিনামী ত্রিপদগামী (গান নং ৮৭৯)
- না আসিল মনচোরা নিশি হইল ভোর (গান নং ৯৪৫)
- নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না (গান নং ৭৪)
- নাগর কালিয়া ও ধীরে ধীরে তুমি যাইও (গান নং ৫৫৩)
- নাগর জিজ্ঞাসি তোমারে (গান নং ৯৪০)
- নাগর প্রবেশিও না রাধার মন্দিরে নাগর প্রবেশিও না (গান নং ৬৩৯)
- নাম গাইয়ে নইদে এলো রে প্রেমধন লইয়া (গান নং ৭৫)
- নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী (গান নং ২৪৭)
- নাম নিয়ে ভাই নইদে আইল নিতাই গুণমণি (গান নং ৯২৪)
- নামামৃত রে মন পান কর সদায় (গান নং ২৪৮)
- নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার (গান নং ৭৬)
- নিতাই উদয় নদীয়ায় (গান নং ২৪৯)
- নিদাগেতে দাগ লাগাইলো প্রাণবন্ধু কালিয়ায় (গান নং ৪৩২)
- নিদয় হবে বলি আগেতে না জানি বন্ধু শ্যাম গুণমণি (গান নং ৬২১)
- নিদয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে (গান নং ৭১৪)
- নিদয়া পাষাণ বন্ধু রে (গান নং ৭১৫)
- নিমাই রে ওরে নিমাই (গান নং ২৫০)
- নিশি শেষে কেনে এসে দেও রে কালা যন্ত্রণা (গান নং ৯৫১)
- নিশিতে স্বপন দেখলাম চাঁন্দ আসিয়া (গান নং ৭১৬)
- নিশির স্বপনে শ্যামের রুপ লাগিয়াছে নয়নে (গান নং ৭১৭)
- নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা (গান নং ৮৩৪)
- নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা (গান নং ২৫১)
- নয়ন ঠারে ঠারে গো ঐ যে রুপবানে (গান নং ৪৩০)
- নয়ন ঠারে হেরো গো (গান নং ৪৩১)
- পতিত পাবন নাম শুনিয়া, দাড়াইয়া রহিয়াছি কূলে (গান নং ৭৭)
- পতিত পাবনে চৈতন্য নিতাই (গান নং ২৫২)
- পতিতপাবনী মা তারা ভবদারা ব্রহ্মময়ী গো (গান নং ৮৮০)
- পহিলহি রাগ নয়নের কোণে (গান নং ৪৩৩)
- পাইলাম না সই প্রাণ বন্ধুরে রজনী হইলো ভোর (গান নং ৫৬৮)
- পাশরিতে পারিনা ও শ্যামরুপের নমুনা (গান নং ৮৩৫)
- পাষাণ মন তোর গইয়া যায় রে দিন (গান নং ৭৮)
- পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না (গান নং ৯০৯)
- পিরিত করলে কি কেউ ছাড়ে গো যতনে রাখিও তারে (গান নং ৭৯)
- পিরিতি বিষম জ্বালা সয়না আমার গায় (গান নং ৯৮১)
- পিরিতে মজাইল মোরে বন্ধু শ্যামরায় (গান নং ৯৮২)
- পিরীত করি হিয়ার মাঝে গো, ও বন্ধে জ্বালাইয়া গেছে ধুনী (গান নং ৭১৮)
- পিরীতি করি শ্যাম কালাচাঁন্দে (গান নং ৪৩৫)
- পিরীতি করিলো কলঙ্কিনী গো সজনী সই (গান নং ৪৩৪)
- পিরীতে আমার চাইলোনা সখি কালিয়ার সোনা (গান নং ৭১৯)
- পিরীতে মোর কুল নিলায় গো ধনী (গান নং ৪৩৬)
- পিরীতে মোর প্রাণ নিলো গো ধনী (গান নং ৪৩৭)
- পিরীতে হারিলাম মান কুল গো সই (গান নং ৫৬৯)
- পূর্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলো গৌরাঙ্গ (গান নং ২৫৩)
- পূর্ব দিকে চেয়ে দেখ আর তো নিশি নাই (গান নং ১০১১)
- পোষাইলো সুখের যামিনী বড় বাকি নাই (গান নং ৬২২)
- প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে (গান নং ৯৮৩)
- প্রভু তোমায় ডাকি আমি হরিবল বলে (গান নং ৮৯৯)
- প্রাণ কি করে গো সই মন চলেনা গৃহে (গান নং ২৫৪)
- প্রাণ থাকিতে দেখি বন্ধু আসে কি না আসে (গান নং ৬২৩)
- প্রাণ নিল গো প্রাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে (গান নং ৯৮৪)
- প্রাণ নিলো গো প্রাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে (গান নং ৪৩৮)
- প্রাণ পাখিরে আমারে ছাড়িয়া যাইও না (গান নং ৮৩৬)
- প্রাণ যায় যায় গো কালিয়ার বিচ্ছেদ জ্বালায় (গান নং ৭২০)
- প্রাণ সই গো আমি রইলাম কার আশায় (গান নং ৫৯৮)
- প্রাণ সই রজনী পুষাইয়া গেলো প্রাণবন্ধু কই (গান নং ৫৯৯)
- প্রাণ সখী গো অন্তিমকালের উপায় দেখিনা (গান নং ৮৩৭)
- প্রাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে (গান নং ৪৪৩)
- প্রাণ সজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী (গান নং ৪৪৪)
- প্রাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিলো মনপ্রাণ (গান নং ৪৪৫)
- প্রাণ সজনী শোনো নি মুরলী গো সই গহীন বনে (গান নং ৪৪৬)
- প্রাণবন্ধু কই গো সখি নিষ্ঠুর কালিয়া (গান নং ৬২৪)
- প্রাণবন্ধু কালিয়া আইলো না শ্যাম কি দোষ পাইয়া (গান নং ৬২৫)
- প্রাণবন্ধু কালিয়া আজ তোমারে দিবো না ছাড়িয়া (গান নং ৬২৬)
- প্রাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও (গান নং ৯৩৫)
- প্রাণসই বাজে বাঁশি কোন কাননে (গান নং ৪৩৯)
- প্রাণসখী গো কাল জল আনিতে কেন গেছিলাম (গান নং ৪৪০)
- প্রাণসখী গো পরার লাগি কান্দে আমার মন (গান নং ৪৪২)
- প্রাণসখী রে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে (গান নং ৪৪১)
- প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই (গান নং ৭২১)
- প্রাণে বাঁচিনা গো সখি প্রাণে বাঁচিনা (গান নং ৪৪৭)
- প্রাণে মরি সহচরী আমার উপায় কি বল (গান নং ৪৪৮)
- প্রাণের ভাই রে সুবল রে বন্ধু দেও আনিয়া (গান নং ৭২২)
- প্রেম কইরে প্রাণ কান্দাইলায় আমার গো (গান নং ৪৪৯)
- প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে (গান নং ৭২৩)
- প্রেম করি ডুবিলাম গো সই মনে বিষম জ্বালা (গান নং ৯৮৫)
- প্রেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায় (গান নং ৭২৪)
- প্রেম করিয়া প্রাণে আমায় কান্দাইলায় গো বিনোদিনী রাই (গান নং ৭২৫)
- প্রেম করে মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায় (গান নং ৯৮৬)
- প্রেম পবন লাগলো যাহার গায় (গান নং ৮৩৮)
- প্রেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার (গান নং ৮০)
- প্রেম বিলাতে যাবে যদি মন, রাধারাণীর কল গাড়িতে (গান নং ৮১)
- প্রেম সরোবরে সই গো প্রেম সরোবরে (গান নং ৮৪১)
- প্রেম সরোবরের মাঝি রসেরই তরঙ্গ (গান নং ৮৪০)
- প্রেম সিন্ধু উথলিলো অদ্বৈত হুংকারে গৌরাঙ্গ দেশে আসিলো (গান নং ২৫৫)
- প্রেমজ্বালা সহেনা পরাণে গো সখি (গান নং ৬২৭)
- প্রেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে (গান নং ৮৩৯)
- প্রেমের হাটে যাবে যদি মন সাঙ্গ কর ভবের খেলা (গান নং ৮২)
- প্রেয়সী ওই শোনা যায় গো বাঁশি (গান নং ৪৫০)
- ফুটিয়াছে রুপরসের কলি প্রেমসিন্ধু মাঝে (গান নং ৮৪২)
- বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে (গান নং ৯৪৮)
- বন্ধু আও আওরে দরশন দিয়া (গান নং ৭২৬)
- বন্ধু আমার জীবনের জীবন না দেখিলে প্রাণ বন্ধুরে (গান নং ৭২৭)
- বন্ধু আমার প্রাণনাথ বন্ধুরে (গান নং ৮৩)
- বন্ধু আমার হৃদয় রতন (গান নং ৯৮৭)
- বন্ধু আয় আয়রে আয় এমন সোনার যৌবন বৃথা গইয়া যায় (গান নং ৪৫১)
- বন্ধু গেলায় মোরে ছাড়িয়া রে নিষ্ঠুর কালিয়া (গান নং ৭২৮)
- বন্ধু তুই বড়ো কঠিন (গান নং ৭২৯)
- বন্ধু নি রে শ্যাম কালা সোনা (গান নং ৪৫৩)
- বন্ধু নিদারুণ শ্যাম তোমারে পাইবার লাগি কান্দি জনম গয়াইলাম (গান নং ৪৫২)
- বন্ধু বাঁকা শ্যাম রায় (গান নং ৪৫৪)
- বন্ধু বিনে এ জগতে কে আছে মোর আপনা (গান নং ৮৪)
- বন্ধু বিনোদ রায় অভাগিনী ডাকি বন্ধু আমায় দেখা দাও (গান নং ৬২৮)
- বন্ধু বিনোদ শ্যামরায় (গান নং ৪৫৫)
- বন্ধু যদি যাও রে ছাড়ি গলে দিমু কাটালি ছুরি (গান নং ৯৪৬)
- বন্ধু রে অবলার বন্ধু যাইও না রে থইয়া (গান নং ৯৮৮)
- বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া (গান নং ৭৩০)
- বন্ধু রে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া (গান নং ৭৩১)
- বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ নিশি (গান নং ৮৯২)
- বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি (গান নং ৫৫৪)
- বন্ধু সর সর, পন্থের মধ্যে বাঁকা ঝুড়ি কেন এমন করে (গান নং ৬৪০)
- বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে (গান নং ৪৫৬)
- বন্ধে পিরীত করি আইলো না (গান নং ৫৭০)
- বন্ধের বাঁশি মন উদাসী করিলো আমারে (গান নং ৪৫৭)
- বন্ধের লাগি কান্দে আমার মন (গান নং ৭৩২)
- ববম ববম কমলপদে দণ্ডবৎ ও কাশীনাথ (গান নং ৮৯৩)
- বল গো বল গো সই কোন বা দেশে যাই (গান নং ৪৫৮)
- বল না বল না সখি কি করি উপায় গো (গান নং ৬০০)
- বল বন্ধু তুমি নি আমার রে, ওহে রে হৃদয় রতন (গান নং ৪৫৯)
- বলে না ছিলাম গো পিয়ারী অ তুই পিরীত করিছ না (গান নং ৫৭১)
- বসে ভাবছ কি রে মন মনবেপারী (গান নং ৮৪৩)
- বসে ভাবছ কীরে মন ভোমরা (গান নং ৯০৪)
- বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না (গান নং ২৫৬)
- বাঁকা রুপে নয়নে হেরিয়াছে (গান নং ৪৬১)
- বাঁচিবার সাধ নাই গো সখি বাঁচিবার সাধ নাই (গান নং ৬০১)
- বাঁশি কে বাজাইয়া যায় (গান নং ৭৯৫)
- বাঁশি কে বাজায় কে বাজায় ঐ ঘাটেতে শোনা যায় (গান নং ৪৬৪)
- বাঁশি বাজলো বিপিনে প্রাণে সান্তনা মানে বাঁশির গানে (গান নং ৪৬৫)
- বাঁশি বাজায় গো শ্রীকান্তে (গান নং ৯৯০)
- বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায় (গান নং ৪৭২)
- বাঁশি বিনয় করি তোরে (গান নং ৪৬৬)
- বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য (গান নং ৮৯৪)
- বাঁশি রে নিরলে ফুটোরে বইসে মনপাখি ঝুইরে দুই আংখি (গান নং ৪৭০)
- বাঁশি রে শ্যামচাঁন্দের বাঁশি সকলই নাশিলে (গান নং ৪৭১)
- বাঁশির গানে জীবন সংশয় গৃহে রইতে পারি না (গান নং ৪৬৮)
- বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই (গান নং ২৯৬)
- বাঁশির ধ্বনি কর্ণে শুনি গৃহে রইতে পারিনা আর (গান নং ৪৬৯)
- বাঁশিয়ে নিলো কুলমান গো সখি (গান নং ৪৬৭)
- বাইজো নারে আর শ্যামের বাঁশি মধুর স্বরে আর বাইজো নারে (গান নং ৪৬০)
- বাছা নিমাই চাঁন্দরে, হায়রে আমার প্রাণের বাছা নিমাই চাঁন্দ রে (গান নং ২৫৭)
- বাজায় বাঁশি কদমতলে নিগুঢ়ে ঘনাইয়া (গান নং ৪৬২)
- বাজায় বাঁশি ঘনাইয়া ওগো (গান নং ৯৩৬)
- বাজে গো চাইর আতে এক বাঁশি (গান নং ৭৯৪)
- বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি তোমারে করি রে মানা (গান নং ৪৬৩)
- বাসর শয্যা কেন সাজাইলাম গো আমার আদরের বন্ধু আসলো না (গান নং ৬২৯)
- বাসর শয্যা সাজাই কার আশায় (গান নং ৬০২)
- বাহির হইয়া শোন সজনী ঐ করে কোকিলায় ধ্বনি (গান নং ৬০৩)
- বিদায় হইলাম গো রাই কমলিনী তোমার চরণে (গান নং ৯৮৯)
- বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে (গান নং ৭৩৩)
- বিনতি করি কাতরে গৌরচাঁন গুণমণি (গান নং ২৫৮)
- বিনোদ কালিয়া বন্ধু রে বিনোদ কালিয়া (গান নং ৭৩৪)
- বিনয় করি মন বলি তোমায় শেষের ভাবনা ভাবো রে মন (গান নং ৮৫)
- বিশখা গো সখা আমার কুঞ্জে আইল না (গান নং ৯৫২)
- বিশখে কি রুপ দেখালে চিত্রপটে (গান নং ৪৭৩)
- বিশখে গো শোন শ্রবণে (গান নং ৯৯১)
- বিশখে শ্যাম সুখেতে আমার মরণ (গান নং ৭৩৫)
- বুক চিরে দুঃখ কারে বা দেখাবো কোথায় যাবো (গান নং ৭৩৬)
- বুকে রইলো গো পিরীতের শেল কেউ দেখেনা (গান নং ৪৭৪)
- বুঝি কোন কর্মফলে এলে রে মন ভূমণ্ডলে (গান নং ৮৬)
- বুঝে না অবুঝ মন কি হইলো প্রমাদ (গান নং ৮৭)
- বৃথা জনম গেলো রে ভাই বৃথা জনম গেলো (গান নং ৮৮)
- বৃন্দাবনে যত সখি হীরার কলসী দেখি (গান নং ৪৭৫)
- বৃন্দাবনের যত সখি হীরার কলসী দেখি (গান নং ৪৭৬)
- বৃন্দে গো আয় গো বৃন্দে শ্যামকে দেখাও আনিয়া (গান নং ৬৩০)
- বৃন্দে তুই সে প্রাণের ধন (গান নং ৫৭৮)
- ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো শ্রীমতি রাই (গান নং ৬৪১)
- ভক্তি সিন্ধু নীরে এবার গৌর বলে সাঁতার দিয়াছি (গান নং ২৫৯)
- ভজ ও মন প্রভু শ্রীকৃষ্ণচৈতন্য (গান নং ২৬০)
- ভজ ওরে মন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ রায় (গান নং ২৬১)
- ভবনদীর ঢেউ দেখিয়া দাড়াইয়া রহিয়াছি কূলে (গান নং ৮৯)
- ভবসমুদ্র পাড়ি দিতে মন হরি নামের নৌকা ধরো (গান নং ৯০)
- ভবসিন্ধু পার হবে যদি মন আয় (গান নং ২৬২)
- ভবে জন্মাইয়া কেন মইলাম না গুরুর চরণ সাধন হইল না (গান নং ৮৪৪)
- ভবে নাইরে আপনজন সারা জনম ঘুরি ফিরি (গান নং ৯১)
- ভবে মানব জনম আর হবেনা হরি নামামৃত পান করলে না (গান নং ৯২)
- ভবের খেলায় হেলায় দিন যায় (গান নং ৯৩)
- ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গাজল গো (গান নং ৪৭৭)
- ভাইস্যে নিলো কুলমান (গান নং ৪৭৮)
- ভাসিলো রে নইদের বাসী আনন্দ সাগরে (গান নং ২৬৩)
- ভুবনমোহন রুপের দিকে রইলাম সখি চাইয়া (গান নং ৯৯২)
- ভুবনমোহন শ্যামরুপ গো সখি দেখিতে সুন্দর (গান নং ৪৭৯)
- ভোমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া (গান নং ৭৩৭)
- মইলাম বন্ধু তোর পিরীতের দায় (গান নং ৭৩৮)
- মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায় (গান নং ৯৯৩)
- মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী (গান নং ৭৯৬)
- মধুর ধ্বনি শোনা যায় বাঁশি বাজায় শ্যামরায় (গান নং ৪৮০)
- মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে (গান নং ৭৯৭)
- মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে (গান নং ৪৮১)
- মধুর মুরলী ধ্বনি কর্ণে লাগিয়াছে (গান নং ৪৮২)
- মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে (গান নং ৪৮৩)
- মন ঐ গুরু পদে ধরে তারে চিন মন (গান নং ৯৪)
- মন চল চৈতন্য দেশে, জন্ম মরণের ভয় নাই সেই দেশে (গান নং ২৬৪)
- মন চল রে দেশে যাই বিদেশ আসি শুইয়া দিলাম রে কাল কাটাইয়া (গান নং ৯৫)
- মন চোরা তুই হরি আছো সদায় আমার সনে (গান নং ৯৬)
- মন তুই কার ভরসে রইলে বসে (গান নং ৮৪৫)
- মন তুমি কি রসে ভুলিয়াছো মিছা ভবের মাঝে কেবা (গান নং ৯৭)
- মন তুমি সেই ভাবনা করো কখন খাচা পড়বে খালি (গান নং ৯৮)
- মন তুমি হরি বলবে কোনকালে, বাল্য আর যৌবন তুমি (গান নং ৯৯)
- মন তোর মতো বোকা চাষী ত্রিজগতে আর দেখিনা (গান নং ১০০)
- মন পাখি বলি তোরে বল বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে (গান নং ১০১)
- মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কুমতির সঙ্গ (গান নং ৮৪৭)
- মন রবে না চিরকাল নারীর যৌবন যমুনার জোয়ার (গান নং ৮৯৫)
- মন রে পামর তুমি যে লোক জাননা (গান নং ১০২)
- মনচুরা বন্ধুরে আজ কোনোমতে পাইনা দেখা (গান নং ৭৩৯)
- মনচোরা মনিয়ার পাখি রে (গান নং ৫৭২)
- মনচোরা শ্যাম বাদী হলো (গান নং ৪৮৪)
- মনদুঃখে মইলাম গো সখি কি হবে আর জানিনা (গান নং ৭৪০)
- মনপ্রাণ সকলই হরিলে শ্যামের বাঁশি (গান নং ৪৮৫)
- মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে (গান নং ৮৪৬)
- মনাগুনে দগ্ধ হইয়া আমি মরি রে সুবল সখা, ব্রজেশ্বরী রাধা (গান নং ৭৪১)
- মনের আনন্দে ব্রজধামে চল রে ভাই হরি হরি বল (গান নং ১০৩)
- মনের দুঃখ রইলো মনে আমার এ দেশে দরদি নাই (গান নং ৭৪২)
- মনের দুঃখ রইলো মনে ওরে সুবল ভাই (গান নং ৭৪৩)
- মনের দুঃখে পরান যায় ফাটিয়া (গান নং ৯৯৫)
- মনের মানুষ এ দেশেতে নাই (গান নং ৪৮৬)
- মনের মানুষ না পাইলে মনের কথা কইয়ো না (গান নং ৮৪৮)
- মনের মানুষ পাবি নি গো ললিতে বল না (গান নং ৮৪৯)
- মাইয়া কি তায় চিনলে নারে মন (গান নং ৮৫০)
- মাইয়া কৃষ্ণভজনের মূল (গান নং ৮৫১)
- মাইয়া তো নয় সামান্য লোক (গান নং ৮৫২)
- মাইয়া সামান্য তো নয় (গান নং ৮৫৩)
- মাধাই গৌর কোথায় পাবো রে গৌর হেরে প্রাণ জুড়াবো (গান নং ২৬৫)
- মাধাই নিতাই কোথা রইলো রে যে আনিলো প্রেমরত্নধন (গান নং ২৬৬)
- মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া (গান নং ৯৫৩)
- মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না (গান নং ৪৮৭)
- মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইওনা (গান নং ৯৯৪)
- মানুষ তারে চিনো রে (গান নং ৮৫৪)
- মিছা কেন ডাকো রে কোকিল মিছা কেন ডাকো (গান নং ৭৪৪)
- মিছা ভবের খেলায় রঙ্গ তামাশায় হেলায় দিন (গান নং ১০৪)
- মিলিল মিলিল মিলিল রে (গান নং ৭৯৮)
- মিলিয়া সব সখীগণে ভৈনালা করিতে আইলা রুপসীর সনে (গান নং ৮৯৬)
- মুখে একবার হরি বল ওরে মন দিন বিফলে গেল (গান নং ৮৫৫)
- মুখে হরেকৃষ্ণ হরি বল মনপাখি (গান নং ১০৫)
- মুর্শীদ বলি নৌকা ছাড়ো তুফান দেখি ভয় করিও না (গান নং ১০৬)
- মোরে কাঙাল জানিয়া পার করো দয়াল গুরুজী (গান নং ১০৭)
- মোহন মুরলী কোন বনে বাজিলো (গান নং ৪৮৮)
- যমুনা পুলিনে শ্যাম নাগর ত্রিভঙ্গ (গান নং ৪৮৯)
- যমুনার জলে সখি গো তরা নে আমারে (গান নং ৪৯০)
- যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া, যাই যাই বলিও না (গান নং ৭৪৫)
- যাও গো দূতী পুষ্পবনে পুষ্প তুলো গিয়া (গান নং ৬০৪)
- যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া (গান নং ৯৪৯)
- যাব না আর জলে সই গো আর যাব না জলে (গান নং ৯৩৭)
- যাবে নি রে মন সহজ ভাবের বাজারে (গান নং ৮৫৬)
- যাবে নিগো এগো সখি ধীর সমীর বনে (গান নং ৪৯১)
- যাবে যদি মন সহজ ভাবের দেশে (গান নং ৮৫৭)
- যার কূল নিলে কূল পাইতে পারি আমি তার কূলে গেলাম কই (গান নং ১০৯)
- যার মুখে হরিকথা নাই, মন তার কাছে তুমি যাইও না (গান নং ৯১০)
- যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া জনম গেলো (গান নং ১১০)
- যারে দেখলে জুড়ায় দুই আঁখি, তাপিত অঙ্গ প্রাণপাখি (গান নং ২৬৭)
- যারে দেখলে নয়ন যায় ভুলে (গান নং ৮৫৮)
- যারে দেখলে পাগল হয় মন তারে কেমনে পাশরি (গান নং ৪৯২)
- যারে মনপ্রাণ দিলে ত্রাণ পাইতে পারি কৈ (গান নং ৮৫৯)
- যায় যায় সুদিন দিনে দিনে দিন হইলো শ্রীগুরু কৃষ্ণ পদাশ্রয় (গান নং ১০৮)
- যে গুণে তুষিবো শ্যামের মন আর আমার সে গুণ নাই (গান নং ৪৯৩)
- যে সুখে রাখিয়াছে প্রাণনাথে গো, সে দুঃখ আর বলবো কি (গান নং ৭৪৬)
- রইলাম গুরু অকূল সায়রে প্রভু নিরঞ্জন হায় হায়রে (গান নং ১১১)
- রঙ্গে রঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া (গান নং ১১২)
- রস ছাড়া রসিক মিলে না জল ছাড়া মীনের জীবের মরণ (গান নং ৮৬০)
- রসময় করে প্রেমসিন্ধু মথন (গান নং ২৬৮)
- রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিলো (গান নং ৪৯৪)
- রসের দয়রদী শ্যামরায় (গান নং ৪৯৫)
- রাই কীসের তোমার অভিমান গো, শ্যাম আইলো না কুঞ্জবনে (গান নং ৬৪২)
- রাই বিনে প্রাণ যায় না রাখা (গান নং ৭৪৭)
- রাইরুপে শ্যাম অঙ্গ ঢাকা (গান নং ২৬৯)
- রাখে গো তোর প্রেমঋণে ঋণী হইয়ে আছি গো (গান নং ৪৯৭)
- রাধা নি আছইন কুশলে? কওরে সুবল সারাসার (গান নং ৭৪৮)
- রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে (গান নং ২৭১)
- রাধা বইলে আর ডাকিও না (গান নং ৪৯৬)
- রাধাপ্রেমের ঢেউ উইঠাছে গো ডুবু রসের নদীয়ায় (গান নং ২৭০)
- রাধার উকিল হইও কুইল, রাধার উকিল হইও (গান নং ৭৪৯)
- রাধার জীবনান্তকালে ললিতে গো কর্ণে শুনাও কৃষ্ণনাম (গান নং ৭৫০)
- রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো জীবনভরা (গান নং ৭৫১)
- রাধার দুঃখে জনম গেল গো (গান নং ৭৫২)
- রাধার নামে কে বাজাইল বাঁশি রে (গান নং ৯৯৬)
- রাধার প্রেম পাথারে সাঁতার দিয়ে কালাচান্দ হইলেন গৌরাঙ্গ (গান নং ২৭২)
- রাধার প্রেমসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে প্রেমরসের খেলা (গান নং ৮৬১)
- রাধার প্রেমসিন্ধু মাঝে রসে মইজে কালাচান্দ নবীন গৌরা (গান নং ৮৬২)
- রাধারাণীর প্রেমের আশ্রয় রসিক নাগর শ্যামরসময় (গান নং ৯১৭)
- রানী ডাকরে ব্রজের মাইয়া (গান নং ১০১৫)
- রুপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায় (গান নং ৪৯৮)
- রুপ দেখিলাম জলের ঘাটে ভুলাইলে না ভুলা যায় (গান নং ৪৯৯)
- রুপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায় (গান নং ৮৬৩)
- রুপে নয়ন নিলো গো শ্যাম কালিয়ার রুপে নয়ন নিলো গো (গান নং ৫০০)
- রে বন্ধু কানাই কালিয়া (গান নং ২৯৭)
- রে ভমর, কইয়ো গিয়া (গান নং ৭৫৩)
- রে মন কী রসে ভুলিয়াছো (গান নং ৯১১)
- ললিত লাবণ্যরুপে দেখা দাও হে বংশীধারী (গান নং ১১৩)
- ললিতা বিশখা শ্যামকে আনিয়া দেখা, প্রাণ যায় বিচ্ছেদের জ্বালায় (গান নং ৬৩১)
- ললিতে জলে গিয়াছিলাম একেলা (গান নং ৫০১)
- ললিতে বিনয় করি বলিগো শ্যাম নাম আর লইও না (গান নং ৭৫৪)
- লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল (গান নং ৮৬৪)
- শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো (গান নং ৯৯৮)
- শুধু গৌরার প্রেমে মজে গো কূল কলঙ্কের ভয় রাখি না (গান নং ২৭৩)
- শুধু ভক্তি করলে কি হবে রে সরল ভাব নাই তোর মনে (গান নং ১১৪)
- শুন এগো প্রাণ ললিতা কি বলব বাঁশির কথা (গান নং ৯৩৮)
- শুন ওরে মন বলি রে তোরে (গান নং ১১৫)
- শুন গো প্রাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী (গান নং ৭৫৫)
- শুন গো সই ঐ বাঁজে গো বাঁশি (গান নং ৯২৬)
- শুন মাইয়ার পরিচয় (গান নং ৮৬৫)
- শুনগো কিশোরী বাজে গো বাঁশরী (গান নং ৭৯৯)
- শুনগো ললিতা প্রাণনাথ কোথা (গান নং ৭৫৬)
- শুনগো ললিতা সখী মরণকালে ওই করিও (গান নং ৭৫৭)
- শুনগো সখী রাধার মন্দিরে বাজে বেণু (গান নং ৮০০)
- শুনরে পাষাণ মন আর কতদিন রবে তুই ঘুমে অচেতন (গান নং ১১৬)
- শুনহে মনভাই তুই বড় গোয়ার (গান নং ১১৭)
- শুনিয়া মুরলী ধ্বনি আইলাম যমুনায় (গান নং ৫০৭)
- শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি (গান নং ৫০৮)
- শোন গো পরাণ সই তোমারে মরম কই (গান নং ৫০৯)
- শোন গো সই ঐ বাজে গো বাঁশি (গান নং ৫০২)
- শোন বংশী প্রাণসজনী কদম্বে কি বংশী বটে (গান নং ৫০৬)
- শোন মনচোরের বাঁশি করিরে মানা (গান নং ৫০৩)
- শোন শোন ওরে বাঁশি অবলার কুলবিনাশী (গান নং ৫০৫)
- শোন শোন বিনোদিনী আমার বচন (গান নং ৫৮৩)
- শোন শোন সহচরী কার কুঞ্জে রইলো গো হৃদয় বেহারী (গান নং ৬৩২)
- শোনগো সখী ললিতে আমার কৃষ্ণ প্রেমের লাঞ্ছনা (গান নং ৭৫৮)
- শোনরে বন্ধুয়ার বাঁশি মধুর স্বরে বেইজোনা বেইজোনা (গান নং ৫০৪)
- শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী (গান নং ৯৯৭)
- শ্যাম কালা পাশা খেলবি আজ নিশি (গান নং ৯৫৪)
- শ্যাম কালিয়া আইনে দেখা, বন্ধু বিনে প্রাণ যায় না রাখা (গান নং ৭৫৯)
- শ্যাম জানি কই রইলো গো (গান নং ৫১১)
- শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না (গান নং ৯৯৯)
- শ্যাম দে আনিয়া বৃন্দে গো শ্যাম আনিয়া বৃন্দে (গান নং ৭৬২)
- শ্যাম নটবর বংশী কে যাবে নিহারিতে (গান নং ৫১২)
- শ্যাম নাকি বাজায় মোহন বাঁশি গো সখি (গান নং ৫১৩)
- শ্যাম নি আইছইন গো চন্দ্রা তোর কুঞ্জেতে (গান নং ৬৩৩)
- শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে (গান নং ৫১৪)
- শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া (গান নং ১১৮)
- শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না (গান নং ১০০৪)
- শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে (গান নং ৭৬৩)
- শ্যাম বিচ্ছেদে প্রাণ বাঁচেনা মইলো গো রাই কাঞ্চাসোনা (গান নং ৭৬৪)
- শ্যাম বিনে চাতকী হই আমি নাম শুনে পাগলী হই (গান নং ৫১৫)
- শ্যাম রাজ পন্থের মাঝে (গান নং ৫১৬)
- শ্যামকালিয়া সুনাবন্ধু রে তুমি আমার আদরের ধন (গান নং ৭৬০)
- শ্যামকে দেখবি যদি আয় গো (গান নং ৫১০)
- শ্যামচাদ আমার মন নিল কাড়িয়া (গান নং ৯৪১)
- শ্যামচান্দ কলঙ্কের হাটে কেউ যাইও না সই (গান নং ৭৬১)
- শ্যামচান্দ পরাণের বন্ধু ছাড়লে উপায় নাই (গান নং ৬৪৩)
- শ্যামরুপ আমার নয়নে লাগিলো ভুলিতে পারিনা (গান নং ৫১৭)
- শ্যামরুপ নয়নে হেরিয়া (গান নং ৫১৮)
- শ্যামরুপ হেইরে আইলাম গো, ওগো প্রাণে মরি গো ঝুরিয়া (গান নং ৫১৯)
- শ্যামরুপ হেরিলাম গো কদম্বের তলে (গান নং ১০০১)
- শ্যামরুপ হেরিলাম তরুমূলে (গান নং ১০০০)
- শ্যামরুপ হেরিয়া আইলাম যমুনারই জলে (গান নং ৫২০)
- শ্যামরুপ হেরিয়া আমার প্রাণ কান্দে গো কি হইলো বলিয়া (গান নং ৫২১)
- শ্যামরুপ হেরিয়া গো ওগো প্রাণে না মানিয়া ঝুরিয়া (গান নং ৫২২)
- শ্যামরুপ হেরিয়া গো প্রাণে মরি গো ঝুরিয়া (গান নং ৫২৩)
- শ্যামরুপে নয়ন আমার নিল গো (গান নং ১০০৩)
- শ্যামরুপে নয়ন হইরে নিলো গো (গান নং ৫২৪)
- শ্যামরুপের নাই তুলনা (গান নং ৫২৫)
- শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায় (গান নং ১০০৫)
- শ্যামের পিরীতে সুখ হইল না হৃদয় জ্বলি অঙ্গার হইল (গান নং ৭৬৫)
- শ্যামের প্রেয়সী বিনোদী রাই (গান নং ৫৭৯)
- শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে (গান নং ৫২৬)
- শ্যামের বাঁশি ঐ শোন বাজিলো বনে, ধ্বনি শুনে রহি কেমনে (গান নং ৫২৭)
- শ্যামের বাঁশি ঐ শোনা যায় (গান নং ৫২৮)
- শ্যামের বাঁশি বাজিলো বিপিনে (গান নং ৫২৯)
- শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর বাজিলো কানে (গান নং ৫৩০)
- শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর শোনাইলো কানে (গান নং ৫৩১)
- শ্যামের বাঁশি মন মজাইল (গান নং ১০০২)
- শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে (গান নং ৫৩৩)
- শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া (গান নং ৫৩৪)
- শ্যামের বাঁশিয়ে কি করিতে পারে সজনী (গান নং ৫৩২)
- শ্যামের মুরলী বাজিলো একী মধুর স্বরে গো (গান নং ৫৩৫)
- শ্যামের মোহন রুপ গো সই ভুলিতে পারি না (গান নং ১০০৬)
- শ্যামের সঙ্কেত মুরলী বাজিল গো সই (গান নং ১০০৭)
- শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া (গান নং ৮০১)
- শ্রী গৌরাঙ্গের আগমনে কলির ধন্য হইলো (গান নং ২৭৭)
- শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিত পাবন (গান নং ২৭৮)
- শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরহরি (গান নং ২৭৪)
- শ্রীগুরু গৌরাঙ্গ নদীয়ায় উদয় (গান নং ২৭৫)
- শ্রীগুরু গৌরাঙ্গ ব্রজেন্দ্র নন্দন (গান নং ২৭৬)
- শ্রীগুরু বিনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই (গান নং ১১৯)
- শ্রীচরণে ভিক্ষা চাই মান ভাঙ্গো গো কমলিনী রাই (গান নং ৬৪৪)
- শ্রীদাম তুই জানিয়া আয় রে ভাই (গান নং ৫৩৬)
- শ্রীরাধার প্রেম সলিলে না ডুবিলে (গান নং ২৭৯)
- শ্রীরাধার প্রেমবাজারে নির্বিকারে উজ্জল রসের বেচাকিনি (গান নং ৮৬৬)
- শ্রীরাধার রুপলাবণ্য হরি নব সুতারুণ্য (গান নং ২৮০)
- শ্রীহরি নামের তরী পার করিবে গো ভবসিন্ধু রে মন (গান নং ১২০)
- সই আমি বসে রইলাম কার আশায় (গান নং ১০০৮)
- সই গো আমি রইলাম কার আশায় (গান নং ৭৬৬)
- সই গো বলিয়া দে আমায় (গান নং ৫৩৭)
- সখি আমার কি জ্বালা গো হইলো (গান নং ৫৩৮)
- সখি আমি আগে জানি না, প্রেম করা যে এই লাঞ্ছনা (গান নং ৫৩৯)
- সখি উপায় বল না গৌররুপের ঝলক দেখি প্রাণে ধৈর্য মানে না (গান নং ২৮১)
- সখি উপায় বলো না, পিরীতি বাড়াইয়া এবে ঘটিলো যন্ত্রণা (গান নং ৫৭৩)
- সখি করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে (গান নং ৫৪২)
- সখি চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি কৃষ্ণ গুণমণি (গান নং ৫৪৩)
- সখি চল চল যমুনার জলে (গান নং ৫৪৪)
- সখি চল যাই অযোধ্যাতে (গান নং ৮৯৭)
- সখি বল গো উপায় (গান নং ৫৪০)
- সখি যমুনা পুলিনে গো যাবে নি শ্যাম দরশনে (গান নং ৫৪১)
- সখি যাও গো মথুরায় (গান নং ৫৮০)
- সখি রাত্র হইলো ভোর (গান নং ৬০৫)
- সখি ললিতা বিশখা শ্রীকৃষ্ণ বিহনে প্রাণ দায় হইলো রাখা (গান নং ৫৪৫)
- সখি শোন গো ললিতে (গান নং ৫৪৬)
- সখি হেরো রাধার বন্ধুয়ায় (গান নং ৫৪৭)
- সখী উপায় কি করি (গান নং ৭৬৭)
- সখী করি কি উপায় (গান নং ৭৬৯)
- সখী কি করি উপায় (গান নং ৭৬৮)
- সখী দেখো রঙ্গে কেলি কদম্বতলায় নাচে রাধাবনমালী (গান নং ৮০২)
- সখী বল কি উপায় (গান নং ৭৭০)
- সখী বল বল গো উপায় (গান নং ১০০৯)
- সজনি আমি পাই না ধৈর্য ধরিতে (গান নং ৭৭১)
- সজনি গো, আমারে বন্ধুর মনে নাই (গান নং ৭৭২)
- সজনি প্রাণবন্ধুরে কইও বুঝাইয়া (গান নং ৭৭৩)
- সজনি সই বল গো তোরা (গান নং ৭৭৪)
- সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরুপ মনোহরা (গান নং ২৮২)
- সজনী আমি ভাবের মরা মইলাম না (গান নং ৮৬৭)
- সজনী ও সজনী আইলো না শ্যাম গুণমণি (গান নং ৬৩৪)
- সজনী গো গুরু কী ধন চিনলাম না (গান নং ৯০৫)
- সজনী গো নূতন প্রেম বাড়াইয়া নিলো প্রাণি (গান নং ৫৪৮)
- সজনী জলে গিয়াছিলাম একেলা (গান নং ৯২৭)
- সজনী পিরিত কি ধন চিনিলায় না (গান নং ৮৬৮)
- সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে (গান নং ৫৪৯)
- সজনী সই গো আমি রইলাম কার আশায় (গান নং ৬০৬)
- সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না (গান নং ১২১)
- সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল (গান নং ১২২)
- সন্ধ্যাকালে বাজাও বাঁশি আর কি সময় নাই রে (গান নং ৫৫০)
- সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না (গান নং ৮৬৯)
- সহজ সাধন রে মন গুরু ভজনা হইল না (গান নং ৯১২)
- সহিতে পারিনা বিরহের যাতনা (গান নং ৭৭৫)
- সুখময় ডাকিছে তোমারে রে প্রেমানন্দ (গান নং ১২৩)
- সুখের নিশিরে বিলয় করি প্রভাত হইও না (গান নং ৮০৩)
- সুচিত্রে গো আমি কার লাগিয়া গাঁথিলাম গো (গান নং ৬০৭)
- সুধামৃত শ্রীহরি নাম কে নিবে আয় (গান নং ২৮৩)
- সুবল বল বল চাই কেমন আছে কমলিনী রাই (গান নং ৭৭৭)
- সুবল বলনা রে আমি কি করি এখন (গান নং ৭৭৬)
- সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে (গান নং ৭৭৮)
- সুরধুনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে (গান নং ২৮৬)
- সুরধুনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায় (গান নং ২৮৪)
- সুরধুনীর ঘাটে গৌর রায়, নাগরী গো (গান নং ২৮৫)
- সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে (গান নং ৯১৬)
- সোনা বন্ধু কালিয়া আইলো না শ্যাম কি দোষ জানিয়া (গান নং ৬০৮)
- সোনা বন্ধে নাকি গো আমায় পাশরিলো বল না বল না (গান নং ৬৩৫)
- সোনাবন্ধে মোরে ভিন্নবাসে কেরে (গান নং ৭৭৯)
- সোনার মানুষ উদয় হইলো গো নদীয়া পুরে (গান নং ২৮৭)
- সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে (গান নং ৯১৩)
- সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু তোমায় নিবেদন করি (গান নং ৭৮০)
- স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই (গান নং ২৮৮)
- হইল বর্ষাগত শরৎ আগত আশ্বিন যামিনী (গান নং ৮৮১)
- হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী (গান নং ৭৮১)
- হবে নি রে আর মানব জনম দেখ না ভাবিয়া (গান নং ১২৪)
- হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ রাধা গুণাগুণ গাও হে (গান নং ১২৫)
- হরি বল রে অজ্ঞান মন, দিন যায় শুন মন বলি রে তোমায় (গান নং ১২৯)
- হরি বল রে বদনে শ্রবণে শুনরে কৃষ্ণ নাম (গান নং ৮৭০)
- হরি বল রে মন রসনা শুনরে কৃষ্ণনাম (গান নং ৯১৪)
- হরি বল রে সুজন নাইয়া, হরি বল হরি বল (গান নং ৮৭১)
- হরি বলিয়াছে হরি বলিয়াছে (গান নং ২৮৯)
- হরি বলে ছাড়ো নৌকা তুফান দেখে ভয় করিও না (গান নং ১৩০)
- হরি বলে ডাক মন রসনা (গান নং ১৩১)
- হরি সংকীর্তণ মাঝে নাচে গৌরাঙ্গ (গান নং ২৯০)
- হরি সংকীর্তণ রসে মত্ত গৌর নিতাই (গান নং ২৯১)
- হরি সংকীর্তণে নাচে গৌর নিতাই (গান নং ২৯২)
- হরি হইয়ে কেন বলো হরি (গান নং ১৩৪)
- হরি হরি বলে ডাকরে মন রসনা (গান নং ১৩৫)
- হরিনাম কইরাছি সার ধার ধারিনা শমন তোমার (গান নং ১২৭)
- হরিনাম কর সার (গান নং ১২৬)
- হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী (গান নং ১২৮)
- হরির নাম কর সার, ওরে বদন ভরে বল হরি, মন পাখি আমার (গান নং ১৩২)
- হরির নাম বিনে আর সকলই অসার দেখিস না মন ভাইবে (গান নং ১৩৩)
- হরির নাম লও রে মন লও কৃষ্ণ নাম (গান নং ৯০১)
- হরে রাম হরে বলছে মধুর স্বরে (গান নং ১৪১)
- হরেকৃষ্ণ নাম জপো অবিরাম নামে বিরাম দিও না (গান নং ১৩৬)
- হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে (গান নং ১৩৭)
- হরেকৃষ্ণ বলরে ভাই (গান নং ১৩৮)
- হরেকৃষ্ণ রাম বলরে মন (গান নং ১৩৯)
- হরেকৃষ্ণ হরিনাম লওরে মন দুরাচার (গান নং ১৪০)
- হারাইলো মূল লাভের আশে ভবে এসে মন রে পাগল (গান নং ১৪২)
- হায় গৌরচাঁন্দ গো গেলো কূলমান (গান নং ২৯৩)
- হায়রে বন্ধু নিদারুণ কানাই (গান নং ৫৫৫)
- হৃদয় মন্দিরে গুরু গৌরাঙ্গ রুপ হেরো যতনে (গান নং ২৯৫)
- হেইরে আইলাম শ্যামরুপ যমুনা পুলিনে (গান নং ৫৫১)
- হেইরে গৌরচাঁন্দ গো গেলো কূলমান (গান নং ২৯৪)
- হের না হের না সখীরে হের নয়ন ভরি (গান নং ৮৯৮)