শোন গো সই ঐ বাজে গো বাঁশি ।।
মনপ্রাণ সহিতে টানে লাগাইয়া বরশি ।।
অমিয় বরষণ করে গো নিরলেতে বসি ।।
যে নাগরে বাজায় বাঁশি হইতেম চাই তার দাসী ।।
কি মন্ত্র মোহিনী জানো গো বাঁশি কুলবিনাশী
বারি বিনে চাতকিনী হইয়াছে পিপাসী ।।
মোহন মধুর স্বরে গো হইয়াছে উদাসী
শ্রীরাধারমণে বলে কৃষ্ণে অভিলাষী ।।