রাধারমণ দত্ত রচিত গান নং ৬৫৭

আমার শ্যাম সুখপাখি কই গি রইলায় দিয়া ফাঁকি
পাখি আয় আয় রে ।।
দুধ দই সর লনী আছে আমার ঘরে
আমারে থইয়া যাবায় পিঞ্জিরার ভিতরে ।
এতদিনে পালিলাম পাখি দুধকলা দিয়া
যাইবার কালে সোনার পাখি না চাইলায় ফিরিয়া ।
ভাইবে রাধারমণ বলে শোনরে সোনার পাখি, মরণ সময় দেখি ।।