আমার শ্যাম সুখপাখি কই গি রইলায় দিয়া ফাঁকি পাখি আয় আয় রে ।। দুধ দই সর লনী আছে আমার ঘরে আমারে থইয়া যাবায় পিঞ্জিরার ভিতরে । এতদিনে পালিলাম পাখি দুধকলা দিয়া যাইবার কালে সোনার পাখি না চাইলায় ফিরিয়া । ভাইবে রাধারমণ বলে শোনরে সোনার পাখি, মরণ সময় দেখি ।।