রাধারমণ দত্ত রচিত গান নং ৬৮০

ও সজনী কও গো শুনি গুণমণি কই
শ্যামচান্দের প্রেমাগুণে পুড়িয়া ছালি হই ।।
মন দিয়াছি নয়নপানে প্রাণ দিয়াছি গানে
বন্ধু বিনে পিনরা খালি কেমনে রই গো ।
চিন রে মন গুরুধন দিন গেলো রে অকারণ
গুরু বিনে নিদানকালে কে তোমার সহায় হয় ।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী সই ।
নিদান কালে সহায় নাই শ্যামচান্দ বন্ধু বই ।।