রাধারমণ দত্ত রচিত গান নং ৭৮৮

কি অপরুপ লীলা দেখবি যদি আয়
শ্যাম অঙ্গে রাইর অঙ্গ দিয়া রাইধনী ঝুলায়।
শ্যামের মাথায় মোহনচূড়া বাতাসে হিলায়
রাইয়ার মাথায় মোহনবেণী ভুজঙ্গ খেলায়।
ভাইবে রাধারমণ বলে সময় গইয়া যায়।।
এমন সুযোগ সখী আর কি পাওয়া যায়।।