পিরীতি করি শ্যাম কালাচাঁন্দে
ঠেকাই গেলো ফান্দে
লাঞ্ছনা ঘটাইলো সোনা বন্ধে ।।
সই গো এ ঘরে শাশুড়ি বৈরী
ফুকারিতে নাই পারি
প্রাণি কান্দে জয় হৃদয় বলি ।
এগো ঘরে জ্বালা বাইরে জ্বালা
আর জ্বালা দেয় নন্দে ।।
সই গো একে তো অবলা বালা
মাথে গো কলঙ্কের ডালা
বুক ভিজাইয়া যায় দুই নয়ানের জলে ।
ভাইবে রাধারমণ বলে কাজ নাই কুলমানে ।।