ঐ শোনো সখি বন্ধের বাঁশি বাজলো গো রাধা বলে
কলসী নিয়ে আয় গো তোরা কে যাবে যমুনার জলে ।।
সখি গো আগর চন্দন চুয়া কটরায় লও ভরিয়া
দিবো চন্দন শ্যাম অঙ্গে ছিটাইয়া ছিটাইয়া
দুটি নয়ন ভরি হেরবো এরুপ দাড়াইয়া কদম্বমূলে
সখি গো কলসী রাখিয়া কোলে বনফুলে মালা গাঁথি
দিবো মালা প্রাণবন্ধুয়ার গলে
রাধারমণ বলে শোন গো সখিগণ বাইরো শ্রীকৃষ্ণ বলে ।।