রাধারমণ দত্ত রচিত গান নং ৬৬৫

আমি রাধা ছাড়া কেমনে থাকি একা রে সুবল সখা
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা ।।
সুবলরে গহীন বনে গোচারণে কেতকী ফুল দর্শনে রে
এরুপে সেরুপ আমার হয়েছে উজ্জ্বল রে ।
সুবল রে রাধা তন্ত্র রাধা যন্ত্র রাধা আমার মূলমন্ত্র
রাধা আমার সাধন গুরু রে
সুবল রে ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে রে
আমার মনের আগুন জল দিলে নিবেনা রে ।