রাধারমণ দত্ত রচিত গান নং ৫৯৪

তোরা দোষীও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে
ও প্রাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি, আর সাজাই ফুল মালতী
কুঞ্জ সাজাই অতি যতনে, আমার ফুলের শয্যা বাসি হইলো গো
বৃন্দে বন্ধু আইলোনা নিশি শেষে
জাতি যুথী ফুল মালতী আমি বিনা সুতে মালা গাঁথি
গাঁথি মালা অতি যতনে, আমার সেই মালা হইলো জ্বালা গো বৃন্দে
মালা দিলাম না বন্ধের গলে ।
ভাবিয়া রাধারমণ বলে আমার মনের দুঃখ রইলো মনে গো
এ তুষের অনলের মতো জল দিলে দ্বিগুণ জ্বলে ।।