রাধারমণ দত্ত রচিত গান নং ১০০৬

শ্যামের মোহন রুপ গো সই ভুলিতে পারি না
মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না।।
না জানি কোন কারিগর গড়িয়াছে এ রুপ
দেখলে মনে আগুন জ্বলে সইতে পারি না।
এই পিরিতের এই রীতি এই দশা ঘটিল রে
পিরিত করিয়া ছাড়িয়া গেল এমন পিরিত কইর না।।
সই গো জলের ঘাটে গিয়াছিলাম কলসী কাখে লইয়া
কালাচান্দে বাজায় বাঁশি রাধার নাম লইয়া।।
পিরিতের এই দশা প্রাণে তো আর সহে না
রাধারমণ বলে এমন পিরিত আর হইল না।।