রাধারমণ দত্ত রচিত গান নং ২৬৭

যারে দেখলে জুড়ায় দুই আঁখি, তাপিত অঙ্গ প্রাণপাখি
শত আঁখি দিলোনা রে বিধি কেন দিলো দুই আঁখি প্রাণ ।।
গৌরচাঁন্দ পূর্ণিমার চাঁন্দ সে চাঁন্দের তুলনা কি
ও তার সর্ব অঙ্গে কোটি চন্দ্র দর্শনে জুড়ায় দুই আঁখি
গৌর পাবো প্রাণ জুড়াবো কূলমানের ভয় আর কি
বলুক বলুক লোকে মন্দ তাদের মন্দয় হবে কি
ভাবিয়া রাধারমণ বলে গৌর পাইলে হই সুখি
এবার না পাইলে গৌরচাঁন্দ আর পাইবার ভরসা কি