ঐ নাকি রে শ্রীবৃন্দাবন অরে ভাই নিতাই ।।
ঐ যে গোবর্ধন গিরিরে অ নিতাই মনে মনে ভাবি তাই ।।
মানসগঙ্গায় স্নান করিয়া রে অ নিতাই শ্যামকুন্ডেতে যাই
রাধাকুন্ডে ডুব দিয়ারে অ নিতাই তাপিত জীবন জুড়াই ।।
ঐ নাকি কদম্ব তরুরে অ নিতাই যমুনা দেখিতে পাই
কথায় ত্রিভঙ্গ বাঁকা রে অ নিতাই সুখের সীমা নাই ।
শ্রীরাধারমণেরে অ নিতাই অন্তিমে শ্রীচরণ চাই ।।