রাধারমণ দত্ত রচিত গান নং ৮৪৯

মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
মানুষ মিলে মন মিলেনা হায় গো
মনের মানুষ পাইলাম না।
আমার উপায় বল না
কার ঠাইন বলিব সখী চিত্তের বেদনা
সুখের সময় সবাই সুহৃদ দুঃখের দুঃখী দেখি না।।
কারে সখি করি আপনা
ব্রহ্মার দুর্লভ প্রেম সামান্যে জ্বলেনা
আত্মসুখে সুখি জগৎ পরার দুঃখ বুঝে না।।
মানুষ সাধন হইল না
এ দেশেতে মনের মতো মানুষ পাইলাম না।
মানুষে গো প্রাণ সপিব রাধারমণের এই বাসনা।।