রাধারমণ দত্ত রচিত গান নং ১৬

ইলিশামাছ কি বিলে থাকে কাঠাল কি কিলাইলে পাকে
মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে ।
বিন্দু করি জমায় পোকে মধু কি হয় বলার চাকে
আছে একাল চাকে ।
ভাইবে রাধারমণ বলে বিপিন রে তুই কি কাজ কইলে
ধান তুই বাইন করিলে শাইল ক্ষেতে আমন দিলে
আর কি বীচের নাগাল পাবে ।।