রাধারমণ দত্ত রচিত গান নং ২৭৬

শ্রীগুরু গৌরাঙ্গ ব্রজেন্দ্র নন্দন
পাপীতাপী নিস্তারিতে অবনীতে নইদে আগমন ।
নিজ পুরাণের মর্ম কলি যুগের ধর্ম হরিনাম সংকীর্তন
আচরিয়া ভাবে বিলাইতে জীবে অনর্পিত প্রেমধন ।
অবতীর্ণ শ্রীচৈতন্য জীবের ভাগ্যে শ্রীশচীনন্দন
গৌরা প্রেমধনী দাতা শিরোমণি প্রেমরস নিমগন
ভক্তি জ্যোৎস্না বেশে পাপ তমঃ নাশে পতিত পাষণ্ডী মোচন
ধন্য কলিযুগ ধন্য যার উদয় গুরু পতিত পাবন
হইয়ে সদয় দেও পদাশ্রয় না জানি সাধন ভজন
তুমি দয়াময় আমি দুরাশয় করো কৃপা বিতরণ
শ্রীরাধারমণে কাঙাল জানিয়ে দেহ শ্রীচরণ ।।