রাধারমণ দত্ত রচিত গান নং ৮৭২

আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা জীবের উদ্ধারে
যেই ভাগ্যবান করবে পূজন সপ্তমী বাসরে।।
হেরি মার শোভা অতি মনোলোভা আনন্দ সাগরে।
দীন দুঃখি জনে অতি শ্রদ্ধা মনে অন্নদান করে।।
দৃঢ় ভক্তিভাবে যেই জন ডুবে বাঞ্ছা পূর্ণ করে।
দীন দয়াময়ী ত্রিভুবন জয়ী বিদিত সংসারে।।
মায়ের চরণ যে নেয় শরণ দুঃখ যায় দূরে।
হয় অট্টালিকা বালক বালিকা ধন জন বাড়ে।।
মহর পয়সা পিতল কাসা তাতি ঘোড়া চড়ে।।
তারা মনোমত দান যজ্ঞ ব্রত করছে সকাতরে।।
দূর্গা নাম গুণে হলাহল পানে বিশ্বনাথ না মরে।।
সুরথ রাজার হইল নিস্তার গোদাবরী নীরে।।
রামচন্দ্র রাজা করিয়া পূজা বসিয়া সাগরে।
রাক্ষস বংশ করিলা ধ্বংস উদ্ধারে সীতারে।।
ঐ দ্বাপর যুগে গোপী অনুরাগে মার ব্রত কৈরে।।
শ্রীকৃষ্ণের সঙ্গে করেছেন কেলি গোপিকা নিকরে।।
মা এই মিনতি করে গো প্রণতি অধম কাতরে।
শ্রীরাধারমণ অতি অভাজন ডাকে মা কাতরে।।