রাধারমণ দত্ত রচিত গান নং ৬৩৩

শ্যাম নি আইছইন গো চন্দ্রা তোর কুঞ্জেতে
সত্য সত্য কলো চন্দ্রা দোহাই তোর পায়েতে ।
আইছইন বন্ধু খেলছইন পাশা খাইছইন বাটার পান
পুষ্প দিয়া ভরি গেছেন বিছনা আধাকান ।
অনামা চোরারে আমি ধরলাম আথের বান
ছুটিয়া গেছেগি চোরা দিয়া হেচকাটান ।
ভাবিয়া রাধারমণ বলে শোন গো চন্দ্রাবান
তোর লাগি বন্ধু আলা আমার লাগি আন ।।