রাধারমণ দত্ত রচিত গান নং ১৮০

কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর ।
কিবা শোভা মনোহর গইড়াছে কি কারিগর ।।
রুপে ভুবন আলো যে করিলো
আমার গৌরচাঁন্দের রুপের কাছে অরুণ কিরণ ছাপাইলো
দন্ড করঙ্গ হাতে মুখে রা রা রা রা বলে ।
নামাবলী অঙ্গে গোরায় শোভিলো
গৌরা হরি নাম সংকীর্তণ করি জগৎ ভাসাইলো ।।
আমার প্রাণ নিয়াছে গৌরচাঁন্দ উপায় কি বলো
গোসাই রমণ বলে কে কে যাবে আমার সঙ্গে চলো ।।