আমার গৃহকর্ম না লয় মনে ।
ঐ কালার বাঁশির গানে ।।
বাঁশি বাজায় চিকন কালায় বসিয়া কদম্বতলায় ।
শুধু মুখে বলে রাধা রাধা বাঁশির রব শুনিয়ে পাগলিনী ।।
কে কে যাবে আয়রে জলে এই কালার বাঁশির গানে ।
সখি গো যখন আমি রানতে বসি তখন কালায় বাজায় বাঁশি
আমি ধুয়ার ছলে বইসে কান্দি ননদী কয় কানছো কেনে ।।
সখী গো ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
আমার গৃহকর্ম না লয় মনে, চলগো সবে যাইগো জলে ।